প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে শিল্পের বন্যা বইয়ে দেবেন তিনি। এরকম প্রতিশ্রুতি দিয়েই একসময় ক্ষমতায় এসেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্পের যতটুকু সম্ভাবনা ছিলো, সেটাও যে ধ্বংস হয়ে গিয়েছে, সেই নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ করে বিরোধীরা। এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে বছর বছর শিল্প সম্মেলন করলেও এবং প্রচুর স্বাক্ষর হলেও, তার বাস্তবতা কেউ দেখতে পায় না বলেও দাবি করেন বিরোধী নেতারা। আর গতকাল থেকে যখন ব্যবসায়ী সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই সাংবাদিক বৈঠকে যেভাবে শিল্পায়নের মিথ্যে ছবি সামনে আনা হচ্ছে, তার কীর্তি ফাস করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
গতকাল থেকেই ঘটা করে ফের ব্যবসায়ী সম্মেলন শুরু হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনের আগে আবার যে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই রাজ্যের সরকার, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। তাদের বক্তব্য, প্রত্যেক বছর ঘটা করে শিল্প সম্মেলন হয়। কিন্তু বাস্তবে তার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। একটাও শিল্পপতি এই রাজ্য শিল্পে বিনিয়োগ করতে পারে না। কারণ এখানে তৃণমূলের নেতাদের কাটমানি এবং অত্যাচার কাজ করে। যার কারণে কোনো শিল্পপতি এই রাজ্যে বিনিয়োগ করতে ভরসা পায় না বলেই দাবি করে বিরোধীরা। আর তার মধ্যেই গতকাল সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে যে সমস্ত দাবি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতারা করেন, তাকে খন্ডন করে পাল্টা বড় যুক্তি সামনে আনলেন রাজ্য বিজেপির সভাপতি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। যেখানে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মানুষের সামনে আবার শিল্পায়নের মিথ্যা ছবি। মুখ্যমন্ত্রী বারবার বলেন, বাংলাকে গুজরাট, মহারাষ্ট্র হতে দেব না। কিন্তু মহারাষ্ট্রের বাইরের শিল্পের বিনিয়োগ ৩৬ শতাংশ, আর পশ্চিমবঙ্গে ০.৬ শতাংশ। আজ সমস্ত মিথ্যে শিল্পায়নের কথা বলবো আমরা। জমি অধিগ্রহণ করলে ডেভেলপমেন্টের ১০ শতাংশ কৃষককে দিতে হবে। আর প্রফিটে শেয়ার দিতে হবে।”