প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সকলেই মুখিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিকে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার করে প্রধানমন্ত্রী তাহেরপুরের সভার উদ্দেশ্যে রওনা হলেও, সেখানে ঘন কুয়াশার জন্য সেই হেলিকপ্টার নামতে পারেনি। যার ফলে আবার তা ফিরে আসে কলকাতায়। আর তখন থেকেই জল্পনা চলছিল যে, তাহলে কি প্রধানমন্ত্রী সশরীরে তাহেরপুরে পৌঁছবেন, নাকি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন? আর কর্মীদের মধ্যে যখন এই ব্যাপারে কৌতুহল তৈরি হয়েছে, ঠিক তখনই মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি।

কলকাতা বিমানবন্দরে যখন প্রধানমন্ত্রীর নেমেছিলেন, তখন থেকেই আরও উচ্ছ্বসিত হয়ে পড়ে তাহেরপুরে উপস্থিত বিজেপির কর্মী থেকে শুরু করে সাধারণ জনতা। প্রচুর মানুষের ঢল উপচে পড়েছে তাহেরপুরের সভায়। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য এবং তার কথা শোনার জন্য রীতিমত আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষরাও। তবে একটা সংশয় বিভিন্ন মহলে ছিলো যে, প্রধানমন্ত্রী কি তাহলে সড়কপথে আসবেন? কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে? তবে তারপরই স্পষ্ট হয়ে যায় যে, দমদম বিমানবন্দরের ভেতরে যেখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী, সেখানে ভার্চুয়ালি সভার জন্য প্রস্তুতি চলছে। আর অবশেষে প্রধানমন্ত্রী যে ভার্চুয়ালিই বক্তব্য রাখবেন, তা বিজেপির দলীয় মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাহেরপুরের উদ্দেশ্যে এসেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা নামতে না পারার সময় থেকেই সকলের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়। সকলেই এটুকু নিশ্চিত ছিলেন যে, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। কিন্তু সেক্ষেত্রে প্রতিকূল আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার হয়ত নামতে পারলো না। তবে তিনি হয়ত ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন। অবশেষে সেটাই হতে চলেছে। যেখানে বিজেপির দলীয় মঞ্চ থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর চপার তাহেরপুরে অবতরণ করতে পারেনি। তাই তিনি ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন।”