প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই নতুন দলের ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আগামী ২২ ডিসেম্বর নতুন দলের ঘোষণা করতে চলেছেন‌। আর সেই মতই আজ সেই দিনে যখন রাজ্য রাজনীতি সরগরম, যখন সকলেই তাকিয়ে রয়েছে হুমায়ুন কবীরের নতুন দল‌ ঘোষণার দিকে, ঠিক তার আগেই তার নতুন দলের নাম কি হবে, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হচ্ছে। তবে বিশেষ সূত্র মারফত তার নতুন দলের নাম নিয়ে সামনে এলো বড় খবর।

আজ রাজ্য রাজনীতিতে সবথেকে বড় চর্চার বিষয় হুমায়ুন কবীর। কারণ তিনি আজ নতুন দল ঘোষণা করতে চলেছেন। এতদিন তিনি দাবি করে এসেছেন যে, তৃণমূল এবং বিজেপি, দুই দলের বিরুদ্ধেই তিনি লড়াই করবেন। এমনকি রাজ্যজুড়ে ১৩৫ টি আসনে তিনি তার নতুন দলের প্রার্থীদের দাঁড় করাবেন। শুধু তাই নয়, মিম থেকে শুরু করে আইএসএফ, এমনকি বাম, কংগ্রেস যদি তার সঙ্গে জোট করতে চায়, তাহলেও তিনি তাদের স্বাগত জানাবেন বলে মন্তব্য করেছেন হুমায়ুনবাবু। স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ কি হবে, তা তো ভবিষ্যৎ বলবে। তবে আজ তিনি যে দল গঠন করতে চলেছেন, তার নাম কি হবে? বর্তমান রাজ্য রাজনীতিতে তিনি কি চমকপ্রদ কোনো নাম দিয়ে মানুষের সমর্থন টানার চেষ্টা করবেন? চর্চার মাঝেই পাওয়া গেল বড় খবর।

এখনও বেশ কিছুটা সময় দেরি রয়েছে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা করার। বেলা ১২ টার সময় তিনি প্রকাশ্য মঞ্চ থেকে তার নতুন দলের ঘোষণা করবেন। এমনকি বেশ কয়েকটি তিনি প্রার্থীও ঘোষণা করে দিতে পারেন বলে খবর। আর তার মধ্যেই জানা গেল যে, হুমায়ুন কবীরের এই নতুন দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। সব মিলিয়ে কিছু সময় পরেই হুমায়ুন কবীর তার নতুন দল নিয়ে আরও কি ঘোষণা করেন, সেদিকেই নজর থাকবে সকলের।