প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বারবার করে অমিত শাহকে নিয়ে আতঙ্কের সুর শোনা গিয়েছে। তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী অপেক্ষা প্রত্যেকটি সভা থেকে অমিত শাহকে দুর্যোধন থেকে শুরু করে দুঃশাসনের মত একাধিক শব্দ বন্ধনী দিয়ে আক্রমণ করেছেন। যার ফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এবার বাংলা দখল বিজেপির প্রধান টার্গেট‌। আর সেই বঙ্গ জয়ে অমিত শাহ যে কৌশল তৈরি করছেন, তাতে তৃণমূল নেত্রী যথেষ্ট আতঙ্কিত। আর সেই কারণেই তিনি অমিত শাহকে টার্গেট করে যা ইচ্ছে তাই বলতে শুরু করেছেন। আর এসবের মধ্যেই আজ বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার ফলে একদিকে বিজেপি কর্মীরা যেমন উজ্জীবিত, ঠিক তেমনই অমিত শাহকে নিয়ে যে তৃণমূল সবথেকে বেশি আতঙ্কিত, তাতে তারা আরও কিছুটা চাপে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি সভা স্থলে যেতে না পারলেও দমদম বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি বার্তা দিয়েছিলেন। আর আজ রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। তবে প্রকাশ্য কোনো সভা নয়, দলের রুট ম্যাপ ঠিক করতে এবং বঙ্গ বিজয়কে নিশ্চিত করতেই হয়ত বড় কোনো বার্তা ঘরোয়া বৈঠক থেকে দলীয় কর্মীদের দিতে পারেন অমিত শাহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ সন্ধ্যাতেই কলকাতায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই তিনি সরাসরি চলে যাবেন সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে। যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। পরবর্তীতে আগামীকাল দুপুরে একটি সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। তারপর মানিকতলায় আরএসএস দপ্তরে আরও একটি বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়াও বিজেপির কোর কমিটির বৈঠকেও যোগ দেবেন তিনি। আর মঙ্গলবারের পর বুধবারেও দলীয় নেতাকর্মীদের নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘরোয়া বৈঠক রয়েছে অমিত শাহের। স্বাভাবিকভাবেই প্রকাশ্য কোনো সভা না থাকলেও আগামী দিনের ২৬ এর নির্বাচনে জয়লাভ করতে যে ঘরোয়া বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ট্র্যাটেজি বাতলে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।