প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই ফের নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে বাংলাদেশে। যেখানে বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, ঘর থেকে শুরু করে তাদের জায়গা, জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ইউনুস সরকার তাকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। আর এই পরিস্থিতিতে যখন হিন্দুরা ক্রমশ কোনঠাসা হয়ে যাচ্ছে বাংলাদেশে, যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় লুটপাট চালানো হচ্ছে, নির্বাচনের আগে নতুন করে অশান্তির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, ঠিক তার আগেই বড় খবর সামনে এলো। যেখানে দীর্ঘ অসুস্থতার পর অবশেষে মৃত্যু হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

ইতিমধ্যেই আবার নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে বাংলাদেশ। যেখানে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে। আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে। আর তার আগে এই উত্তপ্ত পরিস্থিতি রীতিমত চিন্তায় রাখছে সকলকে। আর তার মাঝেই আজ সকালে পাওয়া গেল এক শোকের খবর। যার ফলে যথেষ্ট দুঃখের বাতাবরণ তৈরি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে।

সূত্রের খবর, আজ সকাল ছটায় মৃত্যু হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর সামনেই যখন বাংলাদেশে নির্বাচন রয়েছে, তখন তার আগে সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই চলে যাওয়া রীতিমত শোকের আবহ তৈরি করেছে গোটা দেশজুড়ে।