প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এবং আগামীকাল দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার। সেভাবে প্রকাশ্য কোনো সভা করবেন না তিনি। কিন্তু আজ আর কিছুক্ষনের মধ্যেই একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তার। আর সেই বৈঠক থেকেই তার মনোভাব, আগামী দিনে বিজেপির পশ্চিমবঙ্গ দখলের ক্ষেত্রে কি রূপরেখা, সেই সম্পর্কে যথেষ্ট আভাস পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় পা রাখেন, তখন তাকে ঘিরে বিজেপি নেতা কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। আর অমিত শাহ, যার রাজনৈতিক স্ট্র্যাটেজি এবং বুদ্ধিমত্তার ওপর ভর করে বিজেপি একের পর এক নির্বাচনে জয়লাভ করেছে, সেই রকম একটি মানুষ যখন পশ্চিমবঙ্গে আসছেন, তখন স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা আরও দ্বিগুণভাবে বাড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তবে আজ সেই অমিত শাহ পশ্চিমবঙ্গে আগামী দিনে যে নির্বাচন, তার আগে যে সাংবাদিক বৈঠক করবেন, সেই সাংবাদিক বৈঠক থেকে কি বার্তা দেন, তার দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। তৃণমূলের বিরুদ্ধে তিনি কি কি কথা বলেন এই সাংবাদিক বৈঠক থেকে, তা নিয়েও বিভিন্ন মহলে চলছে জোরদার চর্চা।
সূত্রের খবর, আর কিছু সময়ের অপেক্ষা। আর তারপরেই বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তার কনভয় নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে গিয়েছে। আর কিছু সময় পরেই তিনি দলীয় কার্যালয়ে পৌঁছে সেখানে শুরু করবেন সাংবাদিক বৈঠক। স্বাভাবিকভাবেই এই মেগা সাংবাদিক বৈঠক ২০২৬ এর নির্বাচনের আগে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজনীতির ক্ষেত্রে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।