প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি একটি সাংগঠনিক দল। আর সেই সংগঠনের রীতিনীতি বজায় রেখে এবার সর্বভারতীয় সভাপতি পদে কে বসতে চলেছেন, তার জন্য নির্বাচনে যাচ্ছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত প্রায় সকলেই জেনে গিয়েছেন যে, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হতে চলেছেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেই পদে বসতে পারেন বর্তমান বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন। তবে সংগঠনের নিয়ম অনুযায়ী বিজেপিকে বেশ কিছু পরম্পরা মেনে চলতে হয়। আর সেই অনুযায়ী এবার নির্বাচনের দিনক্ষণ প্রকাশ এবং নতুন সভাপতির নাম কবে ঘোষণা হবে, তা নিয়ে নিজেদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো গেরুয়া শিবির।

বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তবে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তিনি যে আর সর্বভারতীয় সভাপতি থাকবেন না, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে তার জায়গায় কে হবেন পরবর্তী সভাপতি, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিলো। কিছুদিন আগেই বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব নেন নীতিন নবীন। আর তখনই ধরে নেওয়া হয় যে, জেপি নাড্ডার পর তার সভাপতির চেয়ারে বসার শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা একসময় যখন অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন, সেই সময় প্রথমে বিজেপির কার্যকরী সভাপতি হয়েছিলেন এই জেপি নাড্ডা। পরবর্তীতে তাকেই সর্বভারতীয় সভাপতি করা হয়। ফলে এক্ষেত্রেও তেমনটাই হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে যেহেতু সাংগঠনিক রীতিনীতি এবং পরম্পরা রয়েছে, তাই বিজেপির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার ইতিমধ্যেই দলের এই সভাপতি নির্বাচনের ব্যাপারে সময়সূচী প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি দুপুর দুটো থেকে চারটের মধ্যে সম্পন্ন হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তারপর সেই দিনই মনোনয়ন প্রত্যাহার করা যাবে। তবে এক্ষেত্রে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে তারপর দিন অর্থাৎ ২০ জানুয়ারি নির্বাচন হতে পারে। তবে বিজেপির সকলের সম্মতি যেহেতু নীতিন নবীদের প্রতি রয়েছে, তাই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি চেয়ারে বসতে পারেন নীতিন নবীন। সব মিলিয়ে আগামী সপ্তাহেই নয়া সর্বভারতীয় সভাপতি পাবে গেরুয়া শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।