প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। এতদিন বন্দে ভারত ট্রেন ছিলো। কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেন ছিল না দেশে। তবে এবার পশ্চিমবঙ্গের মাটি থেকেই সেই বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা বাংলার কাছে তো গর্বের বিষয় বটেই, গোটা দেশের কাছে অত্যন্ত আনন্দের বিষয় হতে চলেছে।
এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের সরকারকে বহিরাগত থেকে শুরু করে বিভিন্ন তকমায় ভূষিত করতে দেখা যেত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বাংলাকে কতটা আপন করে নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, তা আগামীকালই স্পষ্ট হয়ে যাবে। যেখানে এক বড় মুহূর্তের মুখোমুখি হতে চলেছে গোটা দেশ। এত বড় উন্নয়নমূলক কর্মসূচি অতীতে কোনো কেন্দ্রীয় সরকার বাংলার জন্য ভেবেছে বা করেছে কিনা, তা কেউই মনে করতে পারছেন না। এমনকি গোটা দেশের কাছে যা গর্বের বিষয়, তার শুভ সূচনা হতে চলেছে এই বাংলার মাটি থেকেই। স্বাভাবিকভাবেই রাত পোহানোর অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য। যে উত্তরবঙ্গকে বারবার অবহেলার চোখে দেখা হতো, সেই উত্তরবঙ্গের মাটি থেকেই আগামীকাল পশ্চিমবঙ্গের রেল মানচিত্রে উন্নয়নের জন্য একগুচ্ছ রেল প্রকল্পের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, আগামীকাল মালদহ স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যা হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে, সেই ট্রেনের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও একাধিক ট্রেনের শুভ সূচনা হবে তার হাত ধরেই। শুধু তাই নয়, নতুন চারটি অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এই উন্নয়নের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বাংলার রেল উন্নয়নের মানচিত্রে আগামীকালের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যা গোটা বাংলার কাছে তো বটেই, দেশের কাছেও অত্যন্ত খুশির খবর বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।