প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি হতে চলেছে গোটা বাংলা এবং গোটা দেশ। যেখানে মালদহ টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তার আগমন ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি নেতাকর্মীদের মধ্যে। তবে কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া গিয়েছে, তাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে আরপিএফের পক্ষ থেকে কালিয়াচক থানার আইসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে একটি মারাত্মক কথা। আগেভাগেই পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছে সিআরপিএফ।

প্রসঙ্গত, আর কিছু সময় পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের সূচনা হবে। মালদহ টাউন স্টেশন থেকে এর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সুবোধ কুমার সাউ নামে এক ব্যক্তি ইমেইলে যে কথা জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কালিয়াচক থানার আইসিকে চিঠি দিয়েছে আরপিএফ। যেখানে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী আজ যে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করবেন, সেখানে এই ট্রেনকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হতে পারে। আর সেই কারণেই যাতে পুলিশ প্রশাসন সতর্ক থাকে, তার জন্য তাদের চিঠি দিয়েছে সিআরপিএফ।

বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও একবার বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নজরে এসেছিল। বর্তমানে বাংলা বিভিন্ন কারণে উত্তপ্ত হয়ে রয়েছে। তাই সেদিক থেকে প্রধানমন্ত্রী আজ এত বড় উন্নয়নের কর্মযজ্ঞের সূচনা করছেন, আর সেই সময় কিছু মানুষ তাকে বানচাল করার জন্য বৃহত্তর চক্রান্ত করে থাকলেও করে থাকতে পারে। আর তাই এক ব্যক্তির কাছ থেকে ইমেইল মারফত সেই খবর পেয়ে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনকে আগেভাগেই জানিয়ে রাখলো সিআরপিএফ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।