প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দেশ এখন গেরুয়াময় হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের মত জায়গাতেও পৌরসভা নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে গেরুয়া ঝড়। গতকাল ২৬ এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে সরানোর জন্য একের পর এক রাজ্যের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। যার মধ্যে ছিল, রাজধানী দিল্লির প্রসঙ্গও। সেখানে এক কালে ছিলো আম আদমি পার্টি। তারাও তৃণমূলের মত সেই দিল্লিতে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প যাতে মানুষের কাছে না পৌঁছয়, তার চেষ্টা সবসময় করতেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। আর যারা মানুষের কাছে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা দান করে, তাদেরকে মানুষ উপযুক্ত শাস্তি দেয় বলেও বুঝিয়ে দিয়ে দিল্লির মত পশ্চিমবঙ্গেও নির্মম তৃণমূল সরকারকে সাধারণ মানুষ বিদায় দেবেন বলেই আহ্বান জানালেন নরেন্দ্র মোদী।
বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। দিল্লির মত জায়গাতেও তারা আম আদমি পার্টিকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ। তাই ২০২৬ এ বাংলা দখল যে তাদের একমাত্র টার্গেট, তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। দুদিনের বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রীও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, বাংলায় পরিবর্তনের কথা। গতকাল সিঙ্গুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির প্রসঙ্গ তুলে ধরে সেখানে যেভাবে কেন্দ্রীয় প্রকল্পে একসময় আম আদমি পার্টি পার্টি সরকার বাধা দিতো, ঠিক সেভাবেই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে এখন কেন্দ্রীয় প্রকল্প পৌঁছে দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। তবে এই ব্যবস্থা সাধারণ মানুষই বদলে দিয়ে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবেন বলে নিশ্চিত স্বয়ং প্রধানমন্ত্রী।
এদিন সিঙ্গুরের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “দেশের ভোটাররা এখন জেগে গিয়েছেন। যারা উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, তারা প্রত্যেকে শাস্তি পাচ্ছেন। দিল্লিতেও এমনই একটি সরকার ছিলো, যারা কেন্দ্রীয় প্রকল্পকে কার্যকর হতে দিত না। আমরা তাদের বলতাম, গরিবদের চিকিৎসার জন্য আয়ুষ্মান প্রকল্প চালু করো। কিন্তু তারা শুনত না। শুধুমাত্র রাজনৈতিক হিসাব-নিকাশ করতে ব্যস্ত থাকতো। সেই জন্য দিল্লিবাসী তাদের সরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও স্থির করে নিয়েছেন। তারাও তৃণমূলের নির্মম সরকারকে সবক শেখাবেন এবং বিজেপি সরকার তৈরি করবেন।”