প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুলছে বিজেপি। এমনকি গোটা প্রক্রিয়াকে বানচাল করতে এবং বিজেপি যাতে ফর্ম সেভেন জমা দিতে না পারে, তার জন্যও জেলায় জেলায় তৃণমূলের পক্ষ থেকে বৃহত্তর চক্রান্ত করা হচ্ছে এবং প্রশাসনকে চাপ দিয়ে বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলছে ভারতীয় জনতা পার্টি। আর এসবের মধ্যেই বিজেপি ফর্ম সেভেন জমা দিতে না পারায় আজ দুর্গাপুরে মহাকুমা শাসকের দপ্তর ঘেরাও বিক্ষোভ করলেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা।
প্রসঙ্গত, বর্তমানে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে ফর্ম সেভেন জমা দেওয়া হলেও, তাতে তৃণমূলের পক্ষ থেকে বাধাদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা জেলায় অশান্তির খবর সামনে আসছিলো। আর এবার উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর এলাকা। যেখানে গতকাল বিজেপির পক্ষ থেকে ফর্ম সেভেন জমা দিতে উদ্যত হলেও, সেখানে তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার ফলে তারা সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। আর তার প্রতিবাদেই আজ দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিজেপি নেতা কর্মীরা।
সূত্রের খবর, আজ দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও অভিযানের উদ্যোগ নেয় ভারতীয় জনতা পার্টি। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। গতকাল এই প্রক্রিয়া বিজেপির পক্ষ থেকে সম্পন্ন করার চেষ্টা হলেও তৃণমূলের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়েছে এমনকি তাদের উপর হামলা চালানো হয়েছে আর সেই কারণেই আজ তারা মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে এই বিক্ষোভ অভিযান চালাচ্ছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।