প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রায় ২৯ দিনের মত সময় কর্ম বিরতি পালন করছেন তারা। আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীরা। মূলত, মাতৃত্বকালীন ছুটি, ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে রাস্তায় রয়েছেন। আর আজ তাদের স্বাস্থ্য ভবন অভিযানকে ভণ্ডুল করতে প্রথম থেকেই প্রশাসনের পক্ষ থেকে সব রকম চেষ্টা হয়েছে। আর সকালে সেই স্বাস্থ্য কর্মীদের একটা বিরাট অংশ শিয়ালদহ স্টেশনে পৌঁছতেই সেখানে পুলিশি বাধার মুখে পড়তে হলো তাদের।

এই রাজ্যের বুকে যখনই কোনো আন্দোলন হয়, যখনই বঞ্চিতরা আন্দোলনের ডাক দেন, সে চাকরিপ্রার্থী হোক কিংবা আশা কর্মীরা, সেখানেই তাদের বাধা প্রাপ্ত করা হয়। এমনকি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সব রকম ভাবে পুলিশ তাদের বাধাদান করে বলেও অভিযোগ ওঠে। এর আগেও অরাজনৈতিক নবান্ন অভিযানে পুলিশের যে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে, তা রীতিমত বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তুলেছে। আর আজ যখন আশা কর্মীরা নিজেদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযান করছেন, তখন তাদের যেভাবে বাধা দেওয়া হলো, তা নিয়ে রীতিমত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন শিয়ালদহ স্টেশনে পৌঁছে যান আন্দোলনরত আশা কর্মীরা। কিন্তু সেখানেই পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। আর বাধা পেয়েই রীতিমত স্লোগান দিতে শুরু করেন আশা কর্মীরা। যাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিয়ালদহ স্টেশন চত্বর এলাকায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।