প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে ভোটার তালিকায় যে সংশোধনী হয়েছে, তাতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সামনেই পশ্চিমবঙ্গ, কেরলের মতো একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন বিহারে যেভাবে ভোটার তালিকায় সংশোধনী হওয়ার পর অনেক নাম বাদ দিয়েছে। এই সমস্ত রাজ্যেও কি সেই সংশোধনী শুরু হবে আর যদি সেই সংশোধনী শুরু হয়, তাহলে কি সেই দলগুলো আরও চাপে পড়ে যাবে! আর সেই কারণেই কি এবার তারা নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করার কৌশল করছে?

বলা বাহুল্য, ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি বিরোধী ইন্ডি জোটের সাংসদরা। আর আজ তাদের পরিকল্পনা ছিল, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার। আর সেই মতই সেই কর্মসূচি করার ব্যাপারে তৎপর হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সাংসদরা। যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

ইতিমধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এসআইআরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি দাবি করেছেন যে, এভাবেই ভোট চুরি করা হচ্ছে। এমনকি নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে বলেও অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর তার মধ্যেই আজ সেই বিরোধী দলগুলোর একাধিক সাংসদ যেভাবে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে, তাতে উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।