প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এক দিকে এসআইআর আর একদিকে বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপি বলে লাগাতার প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একটাই বক্তব্য, এসআইআর করে অনেকের নাম বাদ দিয়ে বিজেপি ঘুরপথে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের চেষ্টা করছে। আর এই বিষয়কে সামনে রেখে তৃণমূল বাংলা ও বাঙালি ইস্যুতে শান দিয়ে বিজেপিকে বাংলা বিরোধী বলে বেশি করে আন্দোলন করতে শুরু করে দিয়েছে। পাল্টা বিজেপিও ছেড়ে কথা বলছে না। তারাও যুক্তি দিচ্ছে যে, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক করে রেখেছে তৃণমূল। তাই তাদেরকে রাখতেই বিজেপিকে বাংলা বিরোধী বলে গোটা বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এসবের মধ্যেই আজ থেকেই রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। যে অধিবেশনে তৃণমূলের পক্ষ থেকে দুটি বড় প্রস্তাব নিয়ে আসা হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, আজ থেকেই রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। তবে সেই অধিবেশন শুরুর আগে আজ সকাল ১১ টায় একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছে। আর তারপরেই বিএ কমিটির বৈঠক হবে। আর সেখানেই স্থির হবে যে, বিধানসভার এই বিশেষ অধিবেশনে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা করা হবে! মূলত, শাসক দলের পক্ষ থেকেই বিধানসভার এই বিশেষ অধিবেশনে দুটি বড় প্রস্তাব আনা হতে পারে। যার মধ্যে রয়েছে, এসআইআর এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার বিষয়টি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে বিজেপিকে চাপে রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে এসআইআর এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার বিষয়টি তুলে ধরে তারা ইতিমধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছে। আর এবার শুধু মাঠে ময়দানে নয়, একেবারে বিধানসভার অভ্যন্তরেও এই প্রস্তাব এনে বিজেপিকে আরও বেশি করে কোণঠাসা করার কৌশল অবলম্বন করছে তৃণমূল। তবে তৃণমূলের পক্ষ থেকে বিধানসভার এই বিশেষ অধিবেশনে এসআইআর এবং বাঙালি হেনস্তার বিষয়টি নিয়ে প্রস্তাব আনা হচ্ছে ঠিকই। তবে এক্ষেত্রে বিরোধীদের তরফে কি প্রতিক্রিয়া হয়, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই আলোচনায় অংশ নেয়, নাকি অন্য ভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।