প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল দীর্ঘ টালবাহানার পর অবশেষে আদালতের অনুমতির পর সুমন বিশ্বাস সহ ৫ জনের প্রতিনিধিদল এসএসসি ভবনে যান। যেখানে তাদের একটাই দাবি ছিল যে, অযোগ্যদের তালিকা যখন প্রকাশ করা হয়েই গিয়েছে, তখন যোগ্যদের তালিকা প্রকাশ করে দিক এসএসসি। কেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে এত দেরি হচ্ছে? স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে সাধারন মানুষের মনের মধ্যে চলা প্রশ্নই এসএসসি ভবনে গিয়ে তুলে ধরেছিলেন সুমন বিশ্বাস সহ চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল। এমনকি এই যোগ্যদের তালিকা প্রকাশের ক্ষেত্রে ২৪ ঘন্টা ডেডলাইন এসএসসিকে বেঁধে দিয়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই সেই সময়সীমা মেনে যদি এসএসসিকে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হয়, তাহলে আজকের মধ্যেই সেই তালিকা প্রকাশ করতে হবে। তাই আজ এসএসসি কি করবে, তার দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর।

প্রসঙ্গত, গতকালই চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসএসসি ভবনে যান। যেখানে সুমন বিশ্বাস সহ পাঁচজন এসএসসি ভবনে গিয়ে বৈঠক করেন। মূলত, ইতিমধ্যেই অযোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও বা সেই তালিকা নিয়েও বিতর্ক রয়েছে। অনেকেই বলছেন যে, এই তালিকায় আরও অনেকের নাম যুক্ত হবে, এই তালিকা অসম্পূর্ণ। তবে সেই তালিকা মেনে নিয়েই এবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের বক্তব্য যে, এবার তাহলে যোগ্যদের তালিকা প্রকাশ করে দেওয়া হোক। তাই গতকালের বৈঠকে এসএসসিকে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি দল।

বৈঠক সেরে বাইরে বেরিয়ে এসে রীতিমতো হুংকার দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেন, “পরীক্ষা ছাড়াই ফেরাতে হবে চাকরি। নিয়োগ প্রক্রিয়া হলে পরিণতি ভয়ংকর হবে।” অর্থাৎ যখন অযোগ্যদের তালিকা প্রকাশ করাই হয়ে গিয়েছে, তখন যোগ্যদের আবার নতুন করে কেন মূল্যায়ন করতে হবে? কেন আবার তাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে? তাই তারা এতদিন যেভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন, অযোগ্যদের তালিকা প্রকাশ করার পর যোগ্যদের পুনর্বহালের জন্য পরীক্ষা ছাড়াই পদক্ষেপ নিতে হবে এসএসসিকে বলেই জানিয়ে দিয়েছেন চাকরিহারা ব্যক্তিরা। এক্ষেত্রে যে ২৪ ঘন্টা সময়সীমা যোগ্যদের তালিকা প্রকাশ করতে এসএসসিকে দেওয়া হয়েছে, আজকের মধ্যেই যদি সেই তালিকা প্রকাশ করতে হয়, তাহলে তা দ্রুত করে ফেলতে হবে। তাই একদিকে চাকরিহারাদের ডেডলাইন, আর একদিকে এসএসসির মনোভাব, এই যৌথ বিষয়ের পরিপ্রেক্ষিতে কবে প্রকাশিত হয় যোগ্যদের তালিকা, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।