প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে গোটা দেশজুড়ে বামেদের ডাকা সাধারণ ধর্মঘট চলছে। আর সেই ধর্মঘটকে সফল করতে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই রাস্তায় নেমেছেন আন্দোলন কারীরা। তবে পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে। এমনকি রাজ্যকে সজল রাখতে পাল্টা বামেদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর সামনে আসছে। আর এবার শিলিগুড়িতে তৈরি হলো ব্যাপক উত্তেজনা।

জানা গিয়েছে, এদিন বনধের সমর্থনে অন্যান্য জেলার পাশাপাশি শিলিগুড়িতেও রাস্তায় নামেন ধর্মঘটীরা। হিলকার্ট রোডে পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। আর সেখানেই দু পক্ষের মধ্যে বচসা শুরু হলে পরবর্তীতে তা মারাত্মক আকার ধারণ করে। অভিযোগ, বনধ সমর্থনকারীরা এক পুলিশ কর্মীর টুপি খুলে নিয়েছেন। আর স্বাভাবিকভাবেই একজন কর্মরত পুলিশকর্মীর এভাবে টুপি খুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

বিরোধীদের দাবি, রাজ্যে গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে তৃণমূল কংগ্রেসের এই দলদাস প্রশাসন। যে বিষয়ে এই ধর্মঘট চলছে, তা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এক্ষেত্রে রাজ্যের প্রশাসন কেন বাধা দিচ্ছে? বামেদের এই আন্দোলনকে বাধা দিয়ে তারা নিজেদের দিল্লির ক্রীতদাস হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। তাই পুলিশের এই কণ্ঠরোধের প্রক্রিয়ার বিরুদ্ধে পাল্টা তাদেরকে যোগ্য পথেই শিক্ষা দেওয়া হয়েছে বলেই দাবি বনধের সমর্থনে পথে নামা আন্দোলনকারীদের।