প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। বিরোধীরা এতদিন কটাক্ষ করে বলত, একেই তো দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার আবার শৃঙ্খলা রক্ষা কমিটি! এটা অনেকটা গরুর গাড়ির হেডলাইটের মত বলেই কটাক্ষ এবং খোঁচা দিতে শোনা যেত বিরোধী নেতাদের। কিন্তু এবার সেই শৃঙ্খলা রক্ষা কমিটি এবং তার অনুশাসন নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীর। অতীতে তার মন্তব্যের জন্য তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। তারপর তিনি তার উত্তর দিলেও পাল্টা প্রত্যুত্তর আর দলের পক্ষ থেকে জানানো হয়নি। তাই তৃতীয়বার তাকে শোকজ করা হলেও তিনি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি বলে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনকি তাকে যদি কেউ দুর্বল ভাবেন, তাহলে তারা ভুল করবেন বলেও হুঁশিয়ারি দিলেন এই তৃণমূল বিধায়ক।
বলা বাহুল্য, এই রাজ্যের শাসক দলের কোনো নেতা বা জনপ্রতিনিধি যখনই বিদ্রোহী হয়ে ওঠেন, তখনই তৃণমূলের পরিষদীয় দল তাকে নিয়ে বৈঠকে বসে। পরবর্তীতে যদি প্রয়োজন হয়, তাহলে তাকে সতর্ক করা হয় এবং যদি তিনি অতিরিক্ত মন্তব্য করেন এবং দল অস্বস্তিতে পড়ে, তাহলে তাকে শোকজ করা হয়। তবে তৃণমূলের এই শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে মাঝেমধ্যেই কৌতুক মন্তব্য করতে শোনা যায় বিরোধী নেতাদের। একটাই বক্তব্য, একেই তো দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই এই শৃঙ্খলা রক্ষা কমিটির পরিনাম একেবারে অন্তঃসার শূন্য। আর এবার তিনি যখন একের পর এক বিদ্রোহী মূলক মন্তব্য করছেন, তখন তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, এরকম একটা জল্পনা চলছে। আর তার মাঝেই দল কি ব্যবস্থা নেবে, তার কোনো কিছুর তোয়াক্কা না করে সেই শৃঙ্খলা রক্ষা কমিটির অনুশাসন নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “শেষ জুন মাসে আমাকে একটা ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। শোভনদেববাবু দিয়েছেন, সিনিয়র পলিটিশিয়ান। কিন্তু তিনি আসামীকে নোটিশ দেওয়ার আগেই তার আগেই সাংবাদিকদের সবটা বলে দিলেন। দুই দুইবার শোকজের উত্তর দেওয়ার পর যখন তার সদুত্তর পাইনি, তখন তৃতীয় ওয়ার্নিং নোটিশের আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। প্রণববাবুর ডায়াস চালানো লোক আমি। আমাকে কি এখানে এরা ভেড়া-ছাগল পেয়েছে? অত বড় দুর্ভাগ্য হুমায়ুন কবীরের এখনও হয়নি। হুমায়ুন কবীরকে আঘাত করলে তার পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।”