প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। তবে এঈ এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবথেকে বড় ভূমিকা রয়েছে বিএলওদের। স্বাভাবিকভাবেই তাদের কর্মপদ্ধতি নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হচ্ছে। অনেকেই সংশয় প্রকাশ করছেন যে, বিএলওরা মতো কাজ করতে পারবেন তো এই রাজ্যে? তাদের ঠিকমতো কাজ করতে দেবে তো তৃণমূল কংগ্রেস? বুথ লেভেল অফিসাররা নিজেদের দায়িত্ব পালন করার সময় তাদেরকে শাসকের আক্রমণের মুখে পড়তে হবে না তো? আর এবার সাংবাদিকদের মুখোমুখি সকলের সামনে কোনো বিএলও যদি আক্রান্ত হন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, এই রাজ্যের বুকে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলছে যাবতীয় প্রস্তুতি। আগামী ৪ তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। আর সেটাই এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক সূচনা পর্ব বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, তখন শাসকের পক্ষ থেকে এই বুথ লেভেল অফিসারদের প্রভাবিত করা হবে না তো? তাদেরকে ভয় দেখানো হবে না তো? এই সমস্ত প্রশ্ন যারা বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যেও ঘোরাফেরা করছে। আর সেই সমস্ত বিএলওদের এবার অভয় দিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া। আর সুরক্ষা না দিতে পারলে, আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমিও যোগাযোগ করে নেব। পূর্ন সাহায্য করব।” অর্থাৎ এই রাজ্যের বুকে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যারা প্রধান ভূমিকা পালন করবেন, সেই বিএলওদের নিরাপত্তা যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, তার জন্য তিনি সবসময় তাদের পাশে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বলেই জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।