প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল সরকারের আমলে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেমন অবনতি হয়েছে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকা সত্বেও রাজ্যের মানুষের কাছে উন্নয়নমূলক প্রকল্প তারা পৌঁছতে দিচ্ছে না। সম্প্রতি রাজ্যে যতগুলো সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সভা থেকে তিনি তেমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। গতকাল সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী আরও বড় মারাত্মক অভিযোগ করলেন এই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। যেখানে শুধুমাত্র রাজনীতিকরনের জন্য রাজ্যের মাটিতে একাধিক কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে যাচ্ছে বলে সোচ্চার হলেন তিনি। এক্ষেত্রে মৎস্যজীবীদের নিয়ে কেন্দ্রীয় সরকার এবং তিনি নিজে পদক্ষেপ নিলেও, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার এই ব্যাপারে কোনো মনোনিবেশ করে না বলেই অভিযোগ প্রধানমন্ত্রীর।

গতকাল সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। সেই সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হলেও এই রাজ্য সঠিক কাজ করছে না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে রাজ্য সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখা হলেও, তারা তা পড়েন না বলেও বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন সিঙ্গুরের সভা থেকে মৎস্যজীবীদের উন্নয়নের বিষয় নিয়ে সোচ্চার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার একটি ডিজিটাল প্লাটফর্ম খুলেছে। বিভিন্ন রাজ্য সেখানে নিজের নিজের এলাকার মৎস্যজীবীদের নাম রেজিস্টার করছে। কিন্তু পশ্চিমবঙ্গে তারা ব্রেক লাগিয়ে দেওয়া হয়েছে। আমি বারবার এই রাজ্যের তৃণমূল সরকারকে চিঠি লিখি। মুখ্যমন্ত্রী চিঠি পড়েন না। কিন্তু অফিসারদের তো পড়তে দিন। তৃণমূল রাজ্যের মৎস্যজীবীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।”