প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বর্তমানে কেরলে একটি ভয়ংকর রোগ ঘোরাফেরা করছে। যার নাম, অ্যামিবা। তবে পশ্চিমবঙ্গেও নাকি এই রোগের উৎপত্তি হয়েছে। তবে ঠিক অ্যামিবা নয়, এই রাজ্যের শাসক দল এসআইআর নামক রোগের আতঙ্কে ভুগছে। তাই এবার যেভাবে তৃণমূলের পক্ষ থেকে সেই এসআইআরের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য আসছে, যেভাবে এসআইআর না মানার মত কথা শোনা যাচ্ছে তৃণমূলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের গলায়, তাতে এবার তৃণমূল দলের নেতা-নেত্রীদের রাঁচি যাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে এসআইআরের আতঙ্কে না ভুগে রাঁচিতে গিয়ে চিকিৎসা করানোর বার্তা দিলেন তিনি।

ইতিমধ্যেই কেরলে নতুন রোগের আতঙ্কে অনেকেই বিভ্রান্ত। প্রত্যেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন যে, কিভাবে এই রোগের মোকাবিলা করা যায়! আর তার মধ্যেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বুঝিয়ে দিলেন, অ্যামিবার মতই তৃণমূলের কাছে এখন নয়া আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এসআইআর। তারা সেই রোগে ভুগতে শুরু করেছে। তাই তাদের চিকিৎসার জন্য রাঁচিতে যাওয়া প্রয়োজন বলেই মনে করছেন বিরোধী দলনেতা।

এদিন এসআইআরের বিরুদ্ধে যেভাবে তৃণমূলের মমতাবালা ঠাকুর মন্তব্য করেছেন, তা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কেরলে একটা অসুখ এসেছে, অ্যামিবা না কি! মাথায় ঢুকে ঘিলু খাচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের মাথায় এসআইআর ঢুকেছে। বন্দে ভারত চালু করে দিয়েছে নরেন্দ্র মোদী, ৬ ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, হাওড়া থেকে রাঁচি। এদের বলব, সকাল বেলা উঠে বন্দে ভারত ধরে নিন। রাঁচিতে চলে যান। মাথাটা ভালো থাকবে, পরিষ্কার হবে। অল্প ওষুধেই কাজ হবে।”