প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২৬ এর নির্বাচনে সঠিকভাবে এসআইআর হলে যে ক্ষমতায় আসতে পারবেন না, তা তিনি খুব ভালো মতই বুঝতে পেরেছেন। আর পশ্চিমবঙ্গকে বিশেষভাবে নজরে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যেভাবেই হোক, পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসার ব্যাপারে সমস্ত ব্লু প্রিন্ট সাজিয়ে ফেলেছেন। আর সেই কারণেই অমিত শাহের যে রাজনৈতিক কৌশল, তার কাছে পেরে উঠতে না পেরেই কি সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল কৃষ্ণনগরের সভা থেকে তিনি সেই অমিত শাহকে এক চোখে দুর্যোধন, আর এক চোখে দুঃশাসন বলে মন্তব্য করেছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলের কাছে পেরে উঠতে না পেরেই তাকে এইভাবে আক্রমণের খেলায় নেমে পড়েছেন। আর মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের মন্তব্যের পরেই পাল্টা তাকে জবাব দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপি নেতাকর্মীরা সকলেই শীর্ষ নেতৃত্ব বা দিল্লির দিকে তাকিয়ে রয়েছেন যে, তারা তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চান। কিন্তু দিল্লি আদৌ চায় কি বাংলার ক্ষমতা দখল করতে? তবে আর কেউ কি চায়, সেটা কর্মীরা না বুঝলেও, তারা খুব ভালো মতই জানেন যে, গোটা দেশে একের পর এক রাজ্যে বিজেপির যে বিজয়রথ তৈরি হয়েছে, তার নেপথ্যে কৌশল রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার বুদ্ধির ওপর ভর করেই বিজেপি একের পর এক রাজ্যে জয় পাচ্ছে। আর পশ্চিমবঙ্গেও যে সেই অমিত শাহ ঘুঁটি সাজাতে শুরু করেছেন, তা শুধু বিজেপি নেতা কর্মীরা নন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন। আর সেই কারণেই তিনি আতঙ্কিত হয়ে এখন অমিত শাহকে একতরফা আক্রমণের পথ বেছে নিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন প্রকাশ্য মঞ্চ থেকে অমিত শাহকে যেভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। সেই কারণে উনি সবকিছুতেই ওনার মনে হচ্ছে যে, উনি হিংস্র হয়ে গিয়েছেন, ওনার দিকে তেড়ে আসছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন প্রায় যায় যায় অবস্থা। সেই কারণেই উনি চোখে সর্ষেফুল দেখছেন।”