প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে এবার পরিবর্তন হবে কি হবে না, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। অনেকেই বলছেন, যে পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে, তাতে এখানে পরিবর্তন নিশ্চিত। আবার অনেকেই বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনও পর্যন্ত বিজেপির মধ্যে কেউ হয়ে উঠতে পারেননি। তাই এখানে পরিবর্তন হবে, এই কথা নিশ্চিত করে বলা যায় না। তবে আজ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন, তখন সকলের মধ্যেই কৌতুহল ছিল যে, অমিত শাহ বাংলাকে নিয়ে কি ভাবছেন। তবে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যেও বড় আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলার বুকে তৃণমূল সরকারের পতন হোক, এটা বেশিরভাগ মানুষই চাইছেন। এমনকি রাজ্য বিজেপিও জোরদার ভাবে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। তবে এতদিন সকলের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে, কেন্দ্র কি চাইছে, বাংলায় ক্ষমতার পরিবর্তন হোক? তবে আজ সেই সমস্ত সংশয় দূর করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, রাজ্যবাসীকে পরিবর্তনের লক্ষ্যে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ জানালেন বিজেপির সর্বভারতীয় চাণক্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “আপনারা দীর্ঘদিন কংগ্রেসকে সময় দিয়েছেন। ৩৪ বছর বামেদের দিয়েছেন, ১৫ বছর মমতাজিকে দিলেন। আমার বিনীত অনুরোধ, এবার মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার বানান। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিন।”