প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে বাম এবং কংগ্রেস। তাই দুই দলই নিজেদের প্রাসঙ্গিক করতে ২০১৬ সাল থেকে একে অপরের সঙ্গে জোট বেঁধে লড়াই করতে শুরু করেছিল। মাঝে দূরত্ব তৈরি হলেও নিজেদের মধ্যে জোট করেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল বাম এবং কংগ্রেস। তবে এবার কি সেই সমীকরণ বদলাতে শুরু করেছে? সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কি কংগ্রেস এবার একলা চলার সিদ্ধান্ত নিলো? ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতির যে বক্তব্য সামনে এসেছে, তার ফলে বিভিন্ন মহলে এই প্রশ্নই মাথাচাড়া দিতে শুরু করেছে।

প্রসঙ্গত, হাতে আর কয়েক মাস বাকি। তারপরেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন। মূল লড়াই যে তৃণমূল এবং বিজেপির মধ্যেই হবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বাম এবং কংগ্রেস কি এবার হাত ধরাধরি করেই লড়বে, নাকি নিজেদের মত করে লড়াই করবে তারা! এই প্রশ্ন সকলের মধ্যেই রয়েছে। আর সেসবের মধ্যেই সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। আর তার এই মন্তব্যের পরেই একাংশ বলছেন যে, প্রদেশ কংগ্রেস হয়ত এবার বিধানসভা নির্বাচনে একলা লড়াই করার পক্ষেই হাঁটতে চলেছে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। আর সেখানেই আগামী বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেসের লড়াই নিয়ে তাকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলার মানুষ চায় কংগ্রেস নিজেদের প্রতীকে দাঁড়াবে। পরে পরিবর্তিত পরিস্থিতিতে হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আমরা চলব। জোটের কথা ভাবছেন কেন? কংগ্রেস ২৯৪ টি আসনেই লড়বে।” বিশেষজ্ঞরা বলছেন, প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপিকে সরাতে কংগ্রেস-তৃণমূল কাছাকাছি এসেছে। সেদিক থেকে তৃণমূলের কট্টর বিরোধী বলে পরিচিত এই রাজ্যের বুকে বামেদের সঙ্গে যদি কংগ্রেস হাত মেলায়, তাহলে জাতীয় রাজনীতিতে তার প্রভাব পড়তে পারে। আর সেই কারণেই আপাতত বিধানসভা নির্বাচনের কয়েক মাস দেরি থাকলেও, একলা লড়ারই ইঙ্গিত দিয়ে ভবিষ্যতে যাতে তৃণমূলের কাছাকাছি যেতে কোনো অসুবিধা না হয়, সেই রকমই ব্যবস্থা করে রাখলেন শুভঙ্কর সরকার? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।