প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলেন, তা হয়ত তিনি নিজেও জানেন না। যদি জানতেন, তাহলে এইভাবে বিশিষ্ট সাধারণ বুলা চৌধুরীকে অপমান করতেন না। প্রকাশ্য মঞ্চ থেকে কিছুদিন আগেই বিশ্বকাপ জয়ী বাঙালি রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে বুলা চৌধুরীকে নিয়ে এমন একটি মন্তব্য করে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার ঝড় উঠতে শুরু করে। বুলা চৌধুরীকে নাকি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, ৮ মাস প্রেম না করতে। তাহলে নাকি তাকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে, বুলা চৌধুরী তার কাছে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তাই তিনি তাকে এই ধরনের শর্ত দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বিশিষ্ট সাঁতারুকে নিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য যে তার কাছে যথেষ্ট অপমানজনক, তা পরবর্তীতে জানিয়ে দিয়েছিলেন বুলা চৌধুরী। আর গতকাল তার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, তার বিরুদ্ধে গর্জে ওঠেন বুলাদেবী।
বিরোধীরা মাঝেমধ্যেই দাবি করেন যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সবসময় উচ্চতার চরম শিখরে রাখেন। তিনি ভালো গান জানেন, ভালো নাচ জানেন, ভালো নাটক করেন, ভালো আবৃতি করেন, ভালো চিত্রশিল্পী। তিনিই সবকিছু। তার থেকে বড় কেউ কিছু হতে পারে না। তাই নিজেকে শ্রেষ্ঠ আসনে বসাতে গিয়ে তিনি সমাজের অনেক বিশিষ্টজনকে মাঝেমধ্যেই অপমান করে বসেন। আর মুখ্যমন্ত্রীর এই বিভিন্ন মন্তব্য যে বাঙালির কাছে যথেষ্ট অপমানজনক, তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তিনি বুলা চৌধুরীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তারপর বিষয়টিকে মোটেই ভালোমত নিতে পারেনি ক্রীড়া জগত। আর এবার গোটা বিষয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রীকে রীতিমত কড়া ভাষায় আক্রমণ করলেন সেই বুলা চৌধুরী।
গতকাল বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর কিছুদিন আগে করা তাকে নিয়ে যে মন্তব্য, তার বিরুদ্ধে গর্জে ওঠেন স্বয়ং বুলা চৌধুরী। তিনি বলেন, “দেখুন, এটা কত বছর আগে হয়ে গেছে। তারপরে আমি তিনটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। তাহলে ওই অর্জুন পরিষ্কার যদি আমাকে চাইতে হয়, তাহলে আমি তারপরে ওই তিনটে রাষ্ট্রপতি পুরস্কারকে অপমান করেছি! আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে, আমি যদি অযোগ্য ব্যক্তি হই, আর তিনি যদি দিয়ে থাকেন আমাকে যে, আমি চেয়েছি, আর উনি দিয়ে দিলেন, তাহলে তো এরকম অনেকেই চেয়েছে। উনি আরও যে দুজনের কথা বলেছেন, তারাও কি চেয়েছিল? তখন যদি নিউজ পেপার আপনারা দেখেন, তাহলে সাংবাদিক দাদা ভাইয়েরাও আমার জন্য লড়াই করেছিল। তারাও বলেছিল যে, বুলা চৌধুরী কেন এখনও অর্জুন পায়নি? আমি অ্যাওয়ার্ডের পেছনে ছোটার জন্য কিছু করিনি। বরঞ্চ আমি আমার দেশকে উচ্চতার শিখরে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছি। আমার এই একের পর এক অ্যাওয়ার্ড, এটা কেউ আমাকে পাইয়ে দেয়নি। এর জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে।”