প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি যুবভারতী কাণ্ডে তোলপাড় পরিস্থিতি তৈরি হওয়ার পর মুখ পুড়ে গিয়েছে এই রাজ্য সরকারের। কিন্তু বিতর্ক ধামাচাপা দিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের যে পদত্যাগ পত্র সামনে এসেছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে, অরূপ বিশ্বাস যে পদত্যাগ পত্র দিয়েছেন, সেখানে একাধিক বানান ভুলে ভরা। স্বাভাবিকভাবেই একজন মন্ত্রী, যারা বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে কথা বলে, তারা কি করে এত ভুল বাংলা লিখতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সেই পদত্যাগ পত্র জমা নেওয়া প্রসঙ্গে পাল্টা যে কথা লিখেছেন, সেখানেও ভুল ধরে দিদিমণি এবং ছাত্র দুজনকেই মূর্খ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই যুবভারতী কান্ডে অস্বস্তি ঢাকতে রাজ্য একাধিক পদক্ষেপ নিয়েছে। যেখানে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। সেই রকম একটি চিঠি সামনে এসেছে। তবে সেই চিঠি ঘিরেও আবার নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে অরূপ বিশ্বাসের চিঠি একাধিক বানান ভুলে ভরা। যা নিয়ে পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। আর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই অরূপ বিশ্বাসকে তো বটেই, যিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং সেই চিঠি গ্রহণ করার পর তিনি যে কথা লিখেছেন, সেখানেও যে ভুল শব্দ লেখা হয়েছে, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকাল যুবভারতী স্টেডিয়ামে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। আর সেখাই অরূপ বিশ্বাসের চিঠি এবং তা গ্রহণ করা নিয়ে মুখ্যমন্ত্রীর যে লেখা সামনে এসেছে, তাকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “বাংলা কেন, ইংরেজি বানানও ভুল। ছাত্রের বানানও ভুল, দিদিমনির বানানও ভুল। দিদিমণি যে পদত্যাগ পত্র গ্রহণ করেছেন, সেটার বানানও ভুল। ছাত্রের বানান তো ভয়ংকর। ক্রীড়া যে কবে ক্রিয়া হয়ে গেল, আমি জানতে পারলাম না। দিদিমণিও মূর্খ, ছাত্রও মূর্খ। সবগুলো মূর্খ, একদম মূর্খ।”