প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ শহর কলকাতা আবার এক পুলিশি জুলুম দেখতে পেলো। যেখানে আশা কর্মীদের স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিলো। তাদের বেশ কিছু দাবি দাওয়া ছিলো। কিন্তু জেলায় জেলায় তো বটেই, এমনকি শহর কলকাতাতেও তাদের যেভাবে পুলিশ দিয়ে আটকানো হয়েছে, যেভাবে তাদের আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে, তাতে সকলেই গোটা ব্যবস্থাকে ধিক্কার জানাতে শুরু করেছেন। আর সেই বিষয়েই এবার কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ভোটের আগে মহিলাদের উস্কানি দেন, এখন সেই মহিলাদের জেন জির ভূমিকা নিয়ে আন্দোলন করতে হবে।
আজ সকাল থেকেই জেলায় জেলায় পুলিশি বাধার খবর সামনে আসছিলো। যেখানে স্বাস্থ্য ভবনে যাওয়ার কর্মসূচি ছিল আশা কর্মীদের, সেখানে বিভিন্ন স্টেশনে পুলিশ গিয়ে আগেভাগেই তারা যাতে কলকাতায় যেতে না পারেন, তার জন্য বাধা দেয়। এমনকি কলকাতায় পৌঁছনোর পর সেই আশা কর্মীদের ব্যাপক পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। যার ফলে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন সাধারণ জনতা। আশা কর্মীদের আন্দোলনকে এইভাবে দমন করার কোনো অর্থ হয় না বলেই দাবি করছেন তারা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে পুলিশ প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা অর্জুন সিংহ। আর সেখানেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ভোটের আগে মহিলাদের হাতা, খুন্তি নিয়ে বেরিয়ে আসার কথা বলেন। আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আশা কর্মীদের আন্দোলনকে আটকানো হয়েছে, তারা স্বাস্থ্য ভবনে যেতে চাইলে তাদের স্টেশন থেকে শুরু করে বাসস্ট্যান্ডে বাধা দেওয়া হয়েছে পুলিশ দিয়ে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দার ঘটনা। মহিলারা মা দুর্গা স্বরূপা। তাই তাদের এগিয়ে আসতে হবে। জেন জির ভূমিকা নিতে হবে। আশা কর্মীদের বটি খুন্তি হাতে লড়াই করতে হবে।”