প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গোটা দেশবাসী তো বটেই, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর নজর ছিল বিহারের নির্বাচনী ফলাফলের দিকে। কারণ সকলেই ধরে নিয়েছিলেন যে, বিহারের ফলাফল যদি খারাপ হয়, তাহলে হয়ত বাংলা নিয়ে অতটা সিরিয়াস হতে দেখা যাবে না কেন্দ্রীয় বিজেপিকে। কিন্তু আর পেছনে ফিরে তাকানোর জায়গা নেই বিজেপির। এখন তাদের বাংলা নিয়ে আরও সিরিয়াস হতে হবে। কারণ অঙ্গ এবং কলিঙ্গ অর্থাৎ বিহার এবং উড়িষ্যা তারা দখল করে ফেলেছে। এবার বাকি বঙ্গ অর্থাৎ বাংলা। ইতিমধ্যেই বিহারের ফলাফলের প্রভাব বাংলায় পড়তে শুরু করেছে। বিজেপির সমস্ত নেতারা দাবি করছেন, এবার আগামী বছরের বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতা দখল করে তারা অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের যে বৃত্ত, তা সম্পূর্ণ করবেন। আর বিহারে এই ফলাফলের পর এবার মিশন বাংলা স্লোগান দিয়ে হুংকার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এই দেশের যারা বিরোধী জোটে রয়েছেন, তারা অত্যন্ত আশাবাদী ছিলেন যে, তারা বিহারের ক্ষমতা দখল করবেন। কিন্তু ফলাফল সামনে আসার পর তারা কার্যত মুষড়ে পড়েছেন। কারণ কেউ কল্পনা করতে পারেনি, যারা বিজেপির পক্ষে ছিলেন, যারা এনডিএর পক্ষে ছিলেন, তারাও ভাবতে পারেনি যে, এত বেশি আসন নিয়ে এনডিএ বিহারে ক্ষমতা দখল করতে পারে। স্বাভাবিক ভাবেই এই রেকর্ড জয়ে রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে বিজেপির মধ্যে‌। বিজেপির বিরুদ্ধে যে মহাজোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রয়েছেন, তারাও এখন দিশেহারা হয়ে পড়েছেন বিহারের এই ফলাফল দেখার পর। কারণ তারা খুব ভালো মতই জানেন যে, বিহারের এই নির্বাচনী ফলাফলের প্রভাব বাংলায় পড়তে চলেছে। কারণ আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন। আর তার আগে বিহারের এই ক্ষমতা দখল করে বিজেপি বাংলা দখল করার যে সুর এবং স্লোগান, তা আজকে থেকে আরও প্রকট ভাবে দিতে শুরু করেছে। আর সেই স্লোগান দিয়েই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যন্ত্রনা বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন বিহারের নির্বাচনী ফলাফল আসার পরেই কার্যত উজ্জীবিত হয়ে পড়েছে বঙ্গ বিজেপি। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিহারের জঙ্গলরাজ যেভাবে শেষ হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ এবার শেষ হবে বলেই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বিহার প্রমাণ করলো, ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ, এই দুইয়ের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রয়েছে। আর সেই পার্থক্য কতটা প্রকটহ মানুষ তা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে। এবার বাংলার জঙ্গলরাজকে খতম করার বারি। বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্যে দিয়ে বিজেপি এই জঙ্গলরাজ শেষ করবে।”