প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ এ বহু চেষ্টা করেও বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে পারেনি। বর্তমানে বিরোধী দলের জায়গায় রয়েছে তারা। তবে এবার যদি বিজেপি ২০২৬ এর নির্বাচনে বাংলায় ক্ষমতা দখল করতে না পারে, তাহলে তারা যতটুকুও শক্তি নিয়ে বাংলায় আছে, ততটুকু যে থাকবে না, উল্টে তারা যে বাংলার রাজনীতিতে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর বিজেপির ঘরের ভাবনাও যে তাই, তা একেবারে দুর্গাপুরে প্রকাশ্যে নরেন্দ্র মোদীর সামনেই মঞ্চ থেকে কর্মীদের বার্তা দিতে গিয়ে স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এদিন দুর্গাপুরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তার বার্তা শোনার জন্য মুখিয়ে ছিলেন গোটা রাজ্যের বিজেপি কর্মীরা। তবে সেই মঞ্চ থেকেই বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বুঝিয়ে দেন যে, এবারের লড়াই মরণ, বাচনের লড়াই। তাই এবার যদি ঠিকমত বিজেপি লড়াই দিতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে টিকে থাকা অত্যন্ত চ্যালেঞ্জের বলেই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দেন মিঠুন চক্রবর্তী। প্রত্যেক কর্মীকে বার্তা দিয়ে এবার সকলের জোট বেঁধে শেষ লড়াই লড়তে হবে বলে জানিয়ে দেন তিনি।
এদিন মিঠুন চক্রবর্তী বলেন, “আমাদের এবারের লড়াই শেষ লড়াই। এটা ভেবে এবার মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়াই করা। সবাই একসঙ্গে লড়াই করব। এবারের নির্বাচনে যেভাবেই হোক, জিততেই হবে। আমি পশ্চিমবঙ্গের ছেলে। এখানে মা-বোন সবাই আমার। আমি রাজনীতি করি না, মানুষের নীতি করি, তাই বারবার দৌড়ে আসি। এবারে তৈরি হয়ে মাঠে নামছি।”