প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলা ও বাঙালির ওপর হেনস্তা করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। তাদের একটাই বক্তব্য যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেছে বেছে বাঙ্গালিদের হেনস্থা করা হচ্ছে। তাই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতায় শান দিয়ে বিজেপিকে চাপে রাখার কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে আন্দোলন করতে গিয়ে, কর্মসূচি করতে গিয়ে মাঝেমধ্যেই তৃণমূল নেতারা বিতর্কিত মন্তব্য করছেন। কুকথার জেরে বারবার খবরের শিরোনামে উঠে আসছেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। আর এবারেও ফের আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুক্ত হলেন তিনি।

প্রসঙ্গত, বাংলা ও বাঙ্গালিদের প্রতি বিজেপি বিমাতৃসুলভ আচরণ করছে। এই অভিযোগ তুলে বর্তমানে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। বারবার করে তৃণমূলের পক্ষ থেকে মিটিং, মিছিল করা হচ্ছে। আর কালিয়াচকের একটি কর্মসূচি থেকে সেই ব্যাপারে বলতে গিয়ে বিজেপি কর্মীদের চোখ উপরে নেওয়ার হুশিয়ারি দেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। যে চোখ দিয়ে বাংলা ও বাঙালিদের দেখে হেনস্থা করা হচ্ছে, এবার সেই চোখ উপরে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা সভাপতি এবং বিধায়কের এই মন্তব্যে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

যদিও বা আব্দুর রহিম বক্সির বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগেও তিনি বিরোধীদের কটাক্ষ করে একের পর এক কথা বলেছেন বলে অভিযোগ উঠেছিল। অনেকেই ভেবেছিলেন যে, দলের পক্ষ থেকে তাকে সতর্ক করে দেওয়া হবে। কিন্তু সেরকম কিছুই করা হয়নি। আর আবারো তিনি যেভাবে কুকথা বলে ফেললেন, তাতে কবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।