প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতার কালীঘাট থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। নাম আজাদ শেখ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি প্রায় দু’বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন—তার কাছে পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। এক পথদুর্ঘটনার জেরেই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।
১৮ মে সকাল সাড়ে ৬টা নাগাদ, কলকাতার সদানন্দ রোডে একটি গাড়ি আচমকা ধাক্কা মারে নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাসকে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। তাঁর বাঁ পা ভেঙে যায়, মুখ ও হাতেও আঘাত লাগে। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় অন্য একটি হাসপাতালে।
এই ঘটনার পর অভিযুক্ত আজাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তে জানা যায়, বছর ৪১-এর আজাদ নিজেকে উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে দাবি করেছিলেন। কিন্তু পুলিশের হাতে জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখে দেখা যায়, অধিকাংশই জাল। পুলিশের জেরায় বিভ্রান্তিকর তথ্যও দেন তিনি।
এরপর কালীঘাট থানার পুলিশ বিশদে তদন্ত শুরু করে এবং জানতে পারে, আজাদ আদতে বাংলাদেশের নাগরিক। তাঁকে কালীঘাট থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশ, জাল নথি ও পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে, কীভাবে দীর্ঘদিন ধরে এক বিদেশি নাগরিক গোপনে শহরে বসবাস করছিলেন।