প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার একটা চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছেন বিজেপি নেতারা। তারা বারবার করে এটাও বলছেন যে, তৃণমূল সরকার যদি আবার ফিরে আসে, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে ২৬ এ পরিবর্তনের লক্ষ্যে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন পদ্ম শিবিরের নেতারা। গতকাল এই বাংলায় দেখা গিয়েছে বাবরের নামে মসজিদের শিলান্যাস করতে। যে বাবর বিদেশী আক্রমণকারী, যে বাবর ভারতের ক্ষতি করতে চেয়েছিল, সেই বাবরের নামে কেন মসজিদ হবে, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। আর আজ হিন্দু সংস্কৃতির জাগরণ স্বরূপ প্রায় ৫ লক্ষ কন্ঠে ব্রিগেডে হয়েছে গীতা পাঠ। আর সেখানেই উপস্থিত হয়ে যে বাবরের সংস্কৃতিকে পশ্চিমবঙ্গে স্থাপনের চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আজ যেমন ৪ লক্ষ মানুষ এই গীতা পাঠে সামিল হয়েছেন, আগামী দিনে ৪ কোটি মানুষ সামিল হবেন বলে দাবি করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
আজ গোটা পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি হয়েছেন। অতীতে ১ লক্ষ কন্ঠে গীতা পাঠের সাক্ষী থেকেছে বাংলা। তবে আজ প্রায় ৫ লক্ষ কন্ঠে ব্রিগেড ময়দানে হয়েছে গীতা পাঠ। যেখানে সর্ব ধর্মের মানুষকেই আহ্বান জানানো হয়েছিল। যেভাবে বাংলার ভৌগোলিক চিত্রকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু উগ্র মৌলবাদী, যেভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে হিন্দু সনাতনীদের সর্বনাশ করছে এই রাজ্য সরকার বলে প্রতিনিয়ত দাবি করেন বিজেপি নেতা-নেত্রীরা, তখন এই গীতা পাঠের অত্যন্ত প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তারা। আজ সেখানে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আর সনাতন সংস্কৃতি সংসদের সেই কর্মসূচিতে উপস্থিত হয়েই সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাবরের নামে মসজিদ করার যে চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে হিন্দু জাগরনের বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
এদিন ব্রিগেড ময়দানে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত হন লকেট চট্টোপাধ্যায়। আর সেখানেই বাবর মসজিদের শিলান্যাস নিয়ে কটাক্ষ করেন তিনি। লকেটদেবী বলেন, “এটুকুই বলব, আরো মানুষ আসুক। আমরা যেন আমাদের শিকড় না ভুলে যাই। যেভাবে মুর্শিদাবাদের মত জায়গায় বাবরি মসজিদের রিপিট করার চেষ্টা করেছে, সেটা কখনও সফল হতে পারবে না। যতই তারা বাবরিকে রিপিট করার চেষ্টা করুক, আজ ৪ লক্ষ এসেছে, কাল ৪ কোটি আসবে।”