প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তবে তার আগে বাংলায় এসআইআর হবে কি হবে না, এটাই একটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। বিরোধীরা কার্যত নিশ্চিত, বাংলায় এসআইআর হচ্ছেই। তবে শাসক দলের অনেক নেতারাই আবার এই এসআইআরের বিরোধিতা করতে শুরু করেছেন। আর তার মাঝেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। আজ কোলাঘাটে তিন জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠকে কমিশনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর আসছে, তাতে মনে করা হচ্ছে যে, বাংলায় খুব দ্রুত শুরু হতে চলেছে এসআইআর।
বিশেষ সূত্র মারফত খবর, আজ কোলাঘাটের তিন জেলার জেলাশাসককে নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন। আর সেখানেই একটি বড় নির্দেশ দেওয়া হয়েছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, বাংলায় যে এসআইআর হচ্ছে, তা নির্বাচন কমিশনের এদিনের নির্দেশের মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। কেননা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসআইআর শেষ হওয়ার তিন মাসের মধ্যেই হবে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কমিশন।
বিশেষজ্ঞরা বলছেন, কমিশনের যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে বাংলায় এসআইআর হচ্ছে, এটা নিশ্চিত। তবে এবার এই আভাসও পাওয়া গেল যে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কবে হতে চলেছে! অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল এবং মে মাস নাগাদ বাংলায় নির্বাচন হতে পারে। তাই তার আগেই নির্ধারিত সময় মেনেই তিন মাস আগেই শেষ করতে হবে এসআইআর। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠকে যে নির্দেশ দেওয়া হলো, তাতে নির্ধারিত সময়ে যেমন নির্বাচন হচ্ছে, ঠিক তেমনই তার আগেই যে এসআইআরের যাবতীয় কাজ শেষ করতে হবে, সেই সম্পর্কে একপ্রকার পাকাপাকি খবর চলে এলো। যার ফলে বাংলায় ভোটের ঘন্টা বেজে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।