প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে মেট্রো রেলের উদ্বোধন, আর একদিকে রাজনৈতিক সভা করেছিলেন তিনি। যে সভা থেকে পরিবর্তনের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর একমাস পেরোতে না পেরেতেই ফের আবার বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী। আজ পশ্চিমবঙ্গে পা রাখবেন তিনি। তবে বাংলায় এবার তিনি আসলেও, প্রশাসনিক কর্মসূচি করতেই আসছেন। অন্তত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বিজেপির নীচুতলার যারা কর্মী, তাদের কাছে একটা প্রশ্ন রয়েছে যে, প্রধানমন্ত্রী কখন রাজ্যে আসবেন! আর কখন তার কি কর্মসূচি রয়েছে! আর সেই খবরই আপনাদের কাছে তুলে ধরছে প্রিয়বন্ধু মিডিয়া।

ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে, আজ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে চলেছেন্ তবে বিজেপির শীর্ষস্তরের নেতাদের কাছে প্রধানমন্ত্রী কখন আসবেন, তার খবর থাকলেও, নীচুতলার যারা কর্মী, তাদের কাছে সেভাবে খবর নেই। তবে প্রিয়বন্ধু মিডিয়ার কাছে যে খবর এসে পৌঁছেছে, তা বিজেপির সর্বস্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের জ্ঞাতার্থে অবশ্যই জানিয়ে রাখা প্রয়োজন। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আজ বিকেলে ঘড়ির কাটায় ৫ টা ৩৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর দমদম বিমানবন্দরে নামার পরেই সেখান থেকে বেরিয়ে যাবে নরেন্দ্র মোদীর কনভয়। সোজা তিনি চলে যাবেন রাজভবনে। কেননা তারপর তিনি অর্থাৎ আগামী কাল সোমবার প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে ফোর্ট উইলিয়ামে। যেখানে দেশের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত থাকবেন। মূলত, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী এবার বাংলায় আসছেন। ৫:৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার পর ৫ টা ৪০ মিনিটে সেখান থেকে বেরিয়ে যাবে তার কনভয়। আর তারপরেই সেই কনভয় রওনা দেবে রাজভবনের উদ্দেশ্যে। ঠিক সন্ধে ৬ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী রাজভবনে পৌঁছে যাবেন। সেখানেই রাত্রি বাস করবেন তিনি। আর তারপর আগামীকাল অর্থাৎ সোমবার সেনাবাহিনীর যে অনুষ্ঠান রয়েছে, সেখানে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর। তবে এর বাইরেও যদি হঠাৎ করেই প্রধানমন্ত্রীর অন্য কোনো কর্মসূচি পড়ে যায় বা বাংলায় যেহেতু তিনি আসছেন, সেক্ষেত্রে সামনে যেহেতু নির্বাচন, তাই তার সঙ্গে বিজেপি নেতৃত্বের কোনো বৈঠক হয়, সেই সম্পর্কেও কোনো খবর পাওয়ার সাথে সাথেই দর্শকদের কাছে প্রতি মুহূর্তে তার আপডেট তুলে ধরবে প্রিয়বন্ধু মিডিয়া।