প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর নির্বাচনের আগে বিজেপি ক্রমশ তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। গেরুয়া শিবিরের বক্তব্য যে, রাজ্যে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটার তালিকায় যে সমস্ত জায়গায় অনুপ্রবেশকারীরা রয়েছে, তাদের নাম বাদ দিতে হবে। আর এবার দুর্গাপুরের সভা থেকে সেই কথা তুলে ধরেই অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলকে চাপে ফেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সুরক্ষার জন্য যা অত্যন্ত বিপদজনক বলেও মন্তব্য করলেন তিনি।
বলা বাহুল্য, এদিন দুর্গাপুরের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বর্তমানে রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্য অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূলকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেই একই ইস্যুতে সোচ্চার হোন তিনি। প্রধানমন্ত্রী তার মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যে, রাজ্যে অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে তৃণমূল। আর তা করতে গিয়েই দেশ বিপদের মুখে পড়ছে। অর্থাৎ তৃণমূলের জন্যই রাজ্যে অনুপ্রবেশকারীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে শাসকের চাপ বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী?
এদিন প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপদজনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে আক্রমণ করছে তৃণমূল। যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনো ধরনের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।”