প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পুজোর আগে বাংলাকে ঢেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে একের পর এক খুশির খবর শোনানো হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য। ইতিমধ্যেই একটি এসি লোকাল উদ্বোধন হয়েছে। শুধু তাই নয়, তারপর গোটা কলকাতা শহর জুড়ে বহু প্রতীক্ষিত যে মেট্রো রেল, তার তিনটি রুটের উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। আর আজ সব থেকে বড় উপহার পেল বাংলা। এতদিন লোকাল ট্রেনে ভিড়ের মধ্যে চেপে ঘেমে অফিসে যেতে হত নিত্য যাত্রীদের। কিন্তু এবার সেই ভোগান্তির দিন শেষ হতে চলেছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই শিয়ালদহ থেকে একটি এসি লোকাল চলাচল করছে। যার ফলে অনেকটাই উপকৃত সাধারণ যাত্রীরা। আর তার মধ্যেই আজ থেকে আরও দুটি এসি লোকাল পেল শহর কলকাতা। যেখানে শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এই এসি লোকাল চালু হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের মুখে অনেকটাই হাসি ফুটবে।
জানা গিয়েছে, আজ থেকে শিয়ালদহ থেকে বনগাঁ এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত দুটি এসি লোকাল চালু হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই রুটের ক্ষেত্রে এসি লোকাল চালু হয়ে যাওয়ায় যথেষ্ট স্বস্তি পাবেন সাধারণ মানুষ। কেননা একদিকে প্রচুর মানুষ বনগাঁয় যান। স্বাভাবিকভাবেই গরমের মধ্যে লোকাল ট্রেনে যেতে গিয়ে তাদের নাভিশ্বাস ওঠে। সেই জায়গায় এসি লোকাল হয়ে গেলে তারা অনেকটাই স্বস্তি পাবেন। আর অন্যদিকে শিয়ালদহ থেকে এসি লোকালের মধ্যে দিয়ে যারা কৃষ্ণনগর মায়াপুর বা নদীয়া এই সংলগ্ন এলাকায় যাবেন, তারাও যাত্রা পথে অনেকটাই স্বস্তিতে যেতে পারবেন। স্বাভাবিকভাবেই পূজোর আগে শিয়ালদহ থেকে এই দুই গুরুত্বপূর্ণ রুটে এসি লোকাল চালু হয়ে যাওয়ায় কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন সাধারণ মানুষরা।