প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
একসময় ত্রিপুরাতেও ছিলো বামেদের সরকার। তবে সেখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলায় বর্তমানে যে তৃণমূলের সরকার রয়েছে, তারা পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলেও, তাদের আমলে সঠিক পরিবর্তন লক্ষ্য করতে পারছেন না সাধারণ মানুষ। তাই এখন সকলেই আবার একটা পরিবর্তন চাইছেন। চাইছেন, বিজেপিকে ক্ষমতায় আনতে। তাই ২৬ এ নির্বাচনের আগে গতকাল সিঙ্গুরের মাটি থেকে বার্তা দিতে গিয়ে ত্রিপুরার বাম শাসনের সঙ্গে বর্তমান বিজেপির সরকারের তুলনা টেনে বাংলাতেও পরিবর্তন এলে এখানকার পরিস্থিতি বদলে যাবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একসময় পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থীদের দেখেছে। দীর্ঘ সময় ধরে তাদের ক্ষমতা প্রত্যক্ষ করেছে সাধারণ জনতা। তারপর তারা তৃণমূলকে এনেছে। কিন্তু তৃণমূল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে গোটা রাজ্য জুড়ে আবার পরিবর্তনের স্লোগান উঠেছে। তাই এখন বিজেপিকেই সাধারণ মানুষ সুযোগ দিক, এমনটাই প্রত্যাশা করছেন বিজেপি নেতৃত্বরা। ২৬ এর নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। আর গতকাল সিঙ্গুরে সভা করতে এসে বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই ডবল ইঞ্জিন সরকারের যে সুবিধে, তা মানুষের কাছে পৌঁছে যাবে বলেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এক্ষেত্রে ত্রিপুরার প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।
এদিন সিঙ্গুরের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “ত্রিপুরায় যখন বামপন্থীদের সরকার ছিলো, তখন ১০০ টির মধ্যে চারটি বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল পৌঁছে যেত। এখন বিজেপির ডবল ইঞ্জিন সরকারের আমলে একশো টির মধ্যে ৮৫ টি বাড়িতে পানীয় জল পৌঁছে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষের বাড়িতে জল সরবরাহ হয় না। ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় না এলে সেখানেও একই পরিস্থিতি থাকতো। তাই পশ্চিমবঙ্গে বিজেপিকে আনলে এই পরিস্থিতি বদলে যাবে।”