প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতই জানেন যে, মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের একটা বড় এলাকায় তার দল খুব একটা ভালো ফলাফল করবে না। আর যেখানেই তার দলের খারাপ ফলাফল করার আশঙ্কা থাকে, সেখানেই তিনি সেলিব্রিটি মুখকে দাঁড় করিয়ে দেন। এর আগেও শোনা গিয়েছে যে, দেব যিনি বর্তমানে একজন বিশিষ্ট অভিনেতা, তিনি সেভাবে রাজনীতিতে আসতে চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়ে ঘাটালের সাংসদ করেছেন। বারবার করে ভোটে জেতার আগে তিনি একবার করে আসেন, মানুষের সঙ্গে ছবি তোলেন। আর তার মুখকে সামনে দাঁড় করিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে সাংসদ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসন নিজের দলের ঝুড়িতে ভরে নেন। কিন্তু বাস্তবে এই সেলিব্রিটি সাংসদের দ্বারা কাজের কাজ কিছুই হয় না। ঘাটালের মানুষ যখন বন্যায় ভাসে, তখন যে এই সেলেব্রেটি সাংসদকে দেখা যায় নাড় এটা এলাকাবাসীও জানে। আর এবার সেই সেলিব্রিটি তৃণমূল সাংসদদেরই মুখোশ খুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের মানুষের পাশে তো তাকে এমনিতেই দেখা যায় না। কিন্তু সংসদেও তার পারফরম্যান্স ঠিক কেমন, তা নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন ঘাটালে বানভাসি এলাকায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে মানুষদের সাথে করে নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেন তিনি। আর তারপরেই সেই মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের বর্তমান তৃণমূল সরকারকে দায়ী করে এখানকার যিনি সাংসদ, সেই সেলিব্রিটি দীপক অধিকারী ওরফে দেবকে রীতিমত ধুয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। সংসদে তার পারফরমেন্স কেমন, তিনি কিভাবে মানুষের জন্য কথা বলেন, তা নিয়েও ভয়ংকর তথ্য সামনে আনেন শুভেন্দুবাবু।

এদিন ঘাটালে প্রতিবাদ সভা থেকে দীপক অধিকারী ওরফে দেবকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দেব চিটিংবাজ। ভারতবর্ষের সংসদে সবথেকে কম উপস্থিতি কার! ঘাটালের তিনবারের সাংসদ দীপক অধিকারীর। প্রত্যেকবার ভোটের সময় আসেন, আর বলেন, আই লাভ ইউ। হাঁটু ছেঁড়া জিন্স পড়ে টুপি পড়াতে আসেন।”