প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশজুড়ে ১০ টি শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আর সেই ধর্মঘটকে সফল করতে বাংলার বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছেন বামেদের কর্মী সমর্থকরা। সকাল থেকেই মিটিং মিছিল করছেন তারা। বাস থেকে শুরু করে ট্রেন অবরোধের চেষ্টা করছেন বনধ সমর্থনকারীরা। তবে এই বনধকে সম্পূর্ণরূপে ভেস্তে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে দোকানপাট খোলা রাখার পাশাপাশি জনজীবন সচল রাখার আহ্বান জানানো হয়েছে। তবে সেই বনধের সমর্থনে ব্যারাকপুর স্টেশনে বামেদের পক্ষ থেকে রেল অবরোধের চেষ্টা করা হলে তাদের কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দিলো পুলিশ।

বলা বাহুল্য, এদিন সকাল থেকেই বনধের সমর্থনে রাস্তায় নামতে দেখা যায় বাম কর্মী সমর্থকদের। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পিকেটিং করে সাধারণ মানুষকে বনধ সফল করার আহ্বান জানান তারা। তবে ব্যারাকপুর স্টেশনে সকাল থেকেই ট্রেন অবরোধের চেষ্টা করেন বনধ সমর্থনকারীরা। আর এতেই বাঁধে বিপত্তি। বামেদের পক্ষ থেকে জনজীবন স্তব্ধ করার চেষ্টা হলে সাথে সাথেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। রীতিমত এক বনধ সমর্থনকারীকে রেললাইনের ওপরে আন্দোলন করতে দেখে তাকে ধাক্কা দিতে দেখা যায় এক পুলিশ কর্মীকে। রীতিমত সজোরে ধাক্কা দিয়ে সেই বনধ সমর্থনকারীকে সরিয়ে দেয় পুলিশ। আর এতেই আরও উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি।

বনধ সমর্থনকারীদের দাবি, পুলিশের এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যজুড়ে সন্ত্রাস থেকে শুরু করে অপরাধমূলক ঘটনার বৃদ্ধি পাচ্ছে, তখন পুলিশকে নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। কিন্তু শ্রমিকদের স্বার্থে এই ধর্মঘট হলেও, পুলিশ আন্দোলনকারীদের ওপর নিপীড়ন চালাচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিচ্ছে। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে এই আন্দোলনকে এবং ধর্মঘটকে গায়ের জোরে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হবেন বলেই দাবি বাম কর্মী সমর্থকদের।