প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন প্রত্যেকটি সভা থেকে একটাই কথা বলছেন যে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখাবেন। ২০২১ এ যেমন তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, ঠিক একইভাবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়েই তাকে বিজেপির প্রার্থীকে দিয়ে তিনি হারাবেন বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে এসব মুখের কথা ছাড়া বাস্তবের ভিত্তি নেই বলেই পাল্টা দাবি করছে তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারী যা বলেন, তা যে করে দেখান, যেমন ভাবে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তেমনভাবেই যে ভবানীপুরে তাকে হারাবেন, তা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর থেকেই আরও দৃঢ় কন্ঠে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

 

 

 

বলা বাহুল্য, গতকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গায় দীপাবলি মিলন সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ করেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু বলেন, “চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে। দম থাকলে লড়ুন। আপনাকে হারাবো আমি। আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো, হারাবো, হারাবো। কানের কাছে তো এমনিই বাজে, হেরেছি, হেরেছি, হেরেছি। আর আমি আপনাকে বলে গেলাম, হারাবো, হারাবো, হারাবো।”

 

 

 

আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন যে, এবার তো স্পষ্ট হয়ে গেল যে, শুভেন্দু অধিকারী যা বলছেন, তা তিনি করে দেখাবেন। লড়াই কিভাবে হবে, কে জিতবে কে হারবে, সেটা তো পরের কথা। কিন্তু শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনিই প্রার্থী হন, তাকে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুম কেড়ে নেওয়ার সমস্ত ফর্মুলা তৈরি করে ফেলেছেন, তা ভবানীপুরে তিনি যে হুংকার দিলেন, তার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এখন মুখ্যমন্ত্রী কি বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জ গ্রহণ করার মত ক্ষমতা দেখাতে পারবেন? আর যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করার মত ক্ষমতা দেখান, তাহলে শেষ পর্যন্ত নন্দীগ্রাম টু হয়ে যাবে না তো ভবানীপুরে? এবার নিজের খাস তালুকেই শুভেন্দু অধিকারীর কৌশলের কাছে পরাজিত হতে হবে না তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে? তবে এই সমস্ত প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে, যখন বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরের লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শেষ পর্যন্ত কি হয়, কতটা জমজমাট হয় ভবানীপুরের লড়াই, সেদিকেই নজর থাকবে সকলের।