প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতীয় সেনা কিভাবে বীরত্ব দেখিয়েছে, তা পহেলগাঁওয়ের হামলার পরে পাকিস্তানকে জবাব দিয়ে খুব ভালো মতই দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ। ভারতীয় সেনার সাফল্যে গর্বিত গোটা দেশ। কিন্তু তারপরেও এই দেশের তথাকথিত বিরোধী শক্তি বা বিরোধী দল বলে যারা আছেন, তারা বিভিন্ন সময় ভারতীয় সেনাকেই অপমান করেছেন। যা নিয়ে সেই বিরোধীদের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মধ্যে। আর এবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় ভরা সংসদে বিরোধী জোট ইন্ডির মুখোশ খুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বস্তুত, কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই পাল্টা অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতবর্ষ। যেখানে সেনাবাহিনীর অবদান সব থেকে বেশি ছিল। এই অপারেশন সিঁদুর চালিয়ে রীতিমত পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। কিন্তু তারপরেও সেই অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের পক্ষ থেকে তোলা নানা প্রশ্ন তৈরি করেছিল বিতর্ক। অনেকেই বলতে শুরু করেছিলেন, বিরোধীরা মুখেই বলে যে, তারা নাকি দেশকে ভালোবাসে। কিন্তু সত্যিই কি তারা দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে ভারতীয় সেনার এই সাফল্যের পরে, পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার পরেও কেন সেই সমস্ত বিষয় নিয়ে বিরোধী শিবির খুশি নয়? তাহলে কি তারা শুধুমাত্র রাজনীতি করার জন্যই কেন্দ্রীয় সরকারকে ছোট করতে গিয়ে ভারতীয় সেনাকে অপমান করছেন? আর এই সমস্ত প্রশ্নের মাঝেই এবার সেই বিরোধীদেরই উচিত জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব দেখলো গোটা দেশ। যুদ্ধে না পেরে ভারতীয় নাগরিকদের টার্গেট পাকিস্তানের। অপারেশন মহাদেবে তিনজন জঙ্গি নিহত হয়েছে। নিহত তিন জঙ্গি পহেলগাঁওয়ের হামলাকারী ছিলেন। ২২ মে দুপুরে হামলা, বিকেলে শ্রীনগর গিয়েছিলাম। বলা হচ্ছিল, রাহুল গান্ধী ছাড়া কেউ যাননি। ২২ জুলাই হামলাকারীদের অবস্থানের তথ্য মেলে। পরিকল্পনা করে জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে অভিযান। অপারেশন মহাদেব শুরু হয় ২২ মে থেকে। ভারতীয় সেনা বাহিনীর সাফল্য দেখেও অখুশি বিরোধীরা।”
বিশেষজ্ঞদের মতে, অমিত শাহ ভরা সংসদে এই বক্তব্য রেখে বিরোধীদের রীতিমত চাপে ফেলে দিলেন। কারণ যে সমস্ত বিরোধী দলগুলো শুধুমাত্র রাজনীতি করার জন্য আর কেন্দ্রীয় সরকারকে ছোটো করার জন্য ভারতীয় সেনার এত বড় সাফল্যের ফলেও বিভিন্ন মন্তব্য করছিলেন, তাদের মুখ এদিন চুপসে গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় ভারতীয় সেনার সাফল্যের পরেও কেন বিরোধীরা এত খুশি হয়েছে, সেই প্রশ্ন তুলে দিয়ে বিরোধীরা ঘটা করে যে ইন্ডি জোট তৈরি করেছিল, তাদের বড় রাজনৈতিক ধাক্কাটা দিয়ে দিলেন। যার ফলে সেই বিরোধী জোটের রাজনৈতিক পিন্ডি চটকে দিলেন বলেই মত বিশেষজ্ঞদের।