প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ সেনার পক্ষ থেকে খুলে নেওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মঞ্চ অন্যত্র সরিয়ে নেওয়া হলেও, সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক্ষেত্রে বিজেপির কথায় সেনা কাজ করছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। আর তার মধ্যেই এবার সেনাকে এইভাবে আক্রমণ করা নিয়ে তৃণমূলের বিদায়ের সুর বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের পরেও মঞ্চ রাখা নিয়ে গতকালই পদক্ষেপ গ্রহণ করে সেনা। যেখানে তারা তৃণমূলের অবস্থান মঞ্চ খুলে নেয়। আর তারপরেই ঘটনাস্থলে পৌঁছে সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা যেখানে পুলিশের অধীনে, সেখানে সেনা পুলিশকে না জানিয়ে কিভাবে এই মঞ্চ খুলে নিলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সেনাবাহিনীর কোনো দোষ নেই, কিন্তু বিজেপির কথায় তাদের চলতে হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর তার এই মন্তব্য নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, একজন রাজ্যের প্রশাসনিক প্রধান কি করে বারবার সেনাবাহিনীকে এইভাবে রাজনৈতিক আক্রমণ করতে পারেন? আর তার মধ্যেই এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য আসার পরই পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “যাওয়ার বেলায় এরকম একটু হয়। এত দিনের ক্ষমতা, একটা অমৃত রস, তার থেকে বিচ্যুত হচ্ছে তৃণমূল, তৃণমূল বিদায় নিচ্ছে। তৃণমূল চলে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিনিদ্র রজনী যাপন করতে করতে শেষ পর্যন্ত সেনাকে আক্রমণ। এগুলো হয়।” অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে সেনাকে আক্রমণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিদায়ের বিষয়টিকে আরও বেশি করে প্রাসঙ্গিক করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনিও বুঝিয়ে দিলেন যে, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে তৃণমূলের। তাই এখন তারা বিভ্রান্ত হয়ে এই সমস্ত মন্তব্য করছেন বলেই বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।