প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তিনি। তবে হঠাৎ করেই ছন্দপতন হয়। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সেখানে পৌঁছে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে এক ফ্রেমে দেখতে পাওয়া নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে তৈরি হয় অসন্তোষ। আর তারপর থেকেই ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল দিলীপ ঘোষের। তবে তিনি দলবদল করা বা দলত্যাগ করার মত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত গ্রহণ করেননি। তবে বিজেপি যে তার সঙ্গে দূরত্ব তৈরি করছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল একের পর এক কর্মসূচিতে দিলীপ ঘোষের অনুপস্থিতিকে কেন্দ্র করে। তবে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কি আবার সক্রিয় হতে শুরু করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি?
প্রসঙ্গত, গতকাল হঠাৎ করেই মুরলীধর লেনে বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হয়। যেখানে দিলীপ ঘোষকে উপস্থিত থাকতে দেখা যায়। সকাল থেকেই এই খবর চর্চার কেন্দ্রবিন্দু ছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি বঙ্গ বিজেপির সঙ্গে আবার ঘনিষ্ঠতা শুরু হয়েছে দিলীপবাবুর? অনেকে বলতে শুরু করেছিলেন, দিলীপ ঘোষ তো বিজেপিতেই আছেন। ফলে তিনি বিজেপির পার্টি অফিসে আসবেন, কর্মীদের সঙ্গে মিশবেন, এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু মাঝে যে ঘটনা ঘটেছিল, তারপর দিলীপ ঘোষকে যেভাবে দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছিল না এবং তারপর হঠাৎ করেই ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তার এইভাবে দলীয় কার্যালয়ে বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকা নানা মহলে কল্পনা বাড়িয়ে দিয়েছে। আর সেই কর্মসূচি থেকেই বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এই পার্টি অফিস ৬ নম্বর মুরলীধর সেন লেন আমাদের কাছে প্রেরণার জায়গা। এখান থেকেই ৪ শতাংশের দল ৪০ শতাংশ হয়েছে। আমি একজন সাধারণ কর্মী। দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে, আমি পালন করেছি। আমরা দলের কর্মী হিসেবে কাজ করি। আমি দলের সাধারণ কর্মী। পার্টি যাকে যোগ্য মনে করে, দায়িত্ব দেয়। আমরা পালন করি দায়িত্ব পালনের।”