প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রাজ্য বিধানসভার বাইরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তারা দাবি করেছিলেন যে, যোগ্যদের তালিকা যেন রাজ্য সরকার প্রকাশ করে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজের যথাসাধ্য মত তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এক্ষেত্রে রাজ্য সরকার যদি কোনো সর্বদলীয় সিদ্ধান্ত নেয়, তাহলে তারা তাদের সম্মতি জানাবেন। আর আজ আদালতের নির্দেশে যে সমস্ত শিক্ষা কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি চলে গিয়েছিল, তাদের মধ্যে যারা যোগ্য, তারা আজ সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। যেখানে বিধানসভায় শুভেন্দুবাবুর ঘরে গিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরলেন তারা।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পক্ষ থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যারা দাগি, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যে সমস্ত শিক্ষা কর্মীদের চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে কারা অযোগ্য, সেই তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফলে যোগ্য শিক্ষাকর্মীরা এখন রীতিমত চিন্তার মুখে পড়ে গিয়েছেন। তাই আজ তারা তাদের বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করেন। আর তাদের অভাব, অভিযোগ শোনার পর বড় আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা।
কিন্তু এই চাকরিহারা শিক্ষা কর্মীদের ঠিক কি আশ্বাস দিলেন বিরোধী দলনেতা? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, শুভেন্দু অধিকারী তাদের আশ্বাস দিয়েছেন যে, তারা যেন সুপ্রিম কোর্টে মামলা করে। আর সেই মামলা লড়াই ক্ষেত্রে যে খরচ হবে, মামলাকারীরা যদি চান, তাহলে সেই খরচ তিনি এবং বিজেপি বিধায়করা মিলে তাদের তুলে দিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শিক্ষা কর্মীদের মধ্যে যারা অযোগ্য, তাদের তালিকা প্রকাশের ক্ষেত্রে সেই সুপ্রিম কোর্টের কাছেই যেতে হবে শিক্ষা কর্মীদের। তাই আদালতের কাছে গিয়ে এই বিষয়টি যদি শিক্ষাকর্মীরা তুলে ধরতে পারেন, তখন হয়ত কাজের কাজ হলেও হতে পারে। তাই সেই মূল বিষয়টি তুলে ধরে শিক্ষাকর্মীদের মধ্যে কারা যোগ্য,তা বাছাইয়ের জন্য যে দাবি নিয়ে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন, সেই দাবি পূরণের ক্ষেত্রে মামলা করা এবং সেই মামলায় যা খরচ হবে, তাতে চাকরিহারা যোগ্য শিক্ষা কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।