প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্য বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান। কিন্তু গতকাল সেই বিধানসভার যে চিত্র সামনে এসেছে, তাতে সকলেই তাজ্জব বনে গিয়েছেন। গোটা রাজ্যের মানুষ একটাই প্রশ্ন করছেন যে, এটা কি করে একটি বিধানসভার চিত্র হতে পারে? যেখানে বিরোধী বিধায়কদের এইভাবে হেনস্থা হতে হবে! পাশাপাশি বিধানসভার অধ্যক্ষের ভূমিকা কেন নিরপেক্ষ থাকবে না, তা নিয়েও বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ক্রমাগত প্রশ্ন তোলা হচ্ছে। আর বিধানসভার গতকালের হেনস্থার ঘটনার পর যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই গোটা বিষয়ে এবার মুখ খুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গতকাল রাজ্য বিধানসভার তুলকালাম পরিস্থিতির ঘটনার সামনে আসে। যেখানে মুখ্যমন্ত্রী বলতে ওঠার সময় বিজেপি বিধায়করা তাদের প্রতিবাদ শুরু করেন। আর তারপরেই অধ্যক্ষ এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করতেই তিনি আরও বেশি করে প্রতিবাদ করেন। যার ফলে মার্শাল দিয়ে সেই বিজেপি বিধায়ককে বাইরে বের করে দেওয়া হয়। আর তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে সেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপির দাবি, তৃণমূলের কথায় পরিচালিত হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ। নিরপেক্ষতা লঙ্ঘন করে বারবার করে বিরোধীদের বিধানসভায় কথা বলার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় না। তবে এই পরিস্থিতিতে এবার বিধানসভার গতকালের ঘটনা নিয়ে মুখ খুললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন এই ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বলেন, “আমরা বিধানসভাকে গণতন্ত্রের মন্দির বলি। আর সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সকলের আছে। যারা এখানকার সদস্য, তাদেরও রয়েছে। যে আচরণ রাস্তার মোড়ে করা যায়, সেটা বিধানসভায় করা যায় না।”