প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নয়া প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে “আমাদের পাড়া, আমাদের সমাধান” নামে নতুন একটি প্রকল্পের কথা শোনা গেছে তার গলায়। যেখানে প্রচুর অর্থ বরাদ্দের মধ্য দিয়ে তিনটি বুথ নিয়ে একটি পাড়া গঠন করার কথা বলার পাশাপাশি এই নয়া প্রকল্পে রাজ্যের শাসকদল ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা করা এই সরকারি প্রকল্প নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করলেন বিজেপি নেতারা।

বলা বাহুল্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সাংবাদিক বৈঠক করে “আমাদের পাড়া, আমাদের সমাধান” নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন। বিধানসভা ভোটের আগে এই প্রকল্প আদতে তৃণমূলের মন জয় করার একটা চেষ্টা বলেই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। আর তার মধ্যেই এবার সরকারের এই নতুন প্রকল্প নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। যেখানে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, এই প্রকল্পে আদৌ কোনো লাভ হবে না।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা করা “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্প নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “পাড়ায় পাড়ায় এত সমস্যা, চেষ্টা করলেও সমস্যার সমাধান করতে পারবেন না। এত চুরি, কলার ধরে তৃণমূল নেতারা মার খাবেন।” একইভাবে দিলীপ ঘোষের সুরেই সুর মিলিয়ে রাজ্যের এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “দুয়ারে সরকার ফেল, এবার পাড়ায় গেলে মার খাবেন তৃণমূলের নেতারা।” অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের আগে জনমুখী প্রকল্পের সূচনা করা হলেও, এতে যে লাভ হবে না, উল্টে এতদিন যে দুর্নীতি হয়েছে, তার ফলে যে তৃণমূল নেতারাই মানুষের রোষের মুখে পড়বেন, সেই হুশিয়ারি দিতে দেখা গেল বিজেপি নেতাদের। যার ফলে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি।