প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৪ জন দাগি অযোগ্য বলে চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন অযোগ্যদের তালিকা প্রকাশ করাই হয়েছে, তখন যোগ্যরা কেন আবার পরীক্ষা দেবে? কেন আবার তাদের নতুন করে পরীক্ষা হবে! তাই এবার যোগ্য চাকরিহারা ব্যক্তিরা পরীক্ষা ছাড়াই তাদের চাকরি যেন তারা চালিয়ে যেতে পারেন, তার দাবিতে একদিকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। আর অন্যদিকে সেই যোগ্য চাকরিহারাদের আরও একটি অংশ রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন। আর বিধানসভার বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ করে বড় আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বলা বাহুল্য, এদিন যোগ্য চাকরিহারাদের একটি অংশ বিধানসভায় পৌঁছে যায়। যেখানে রাজ্যের বিরোধী দলনেতার জন্য বিধানসভার বাইরেই অপেক্ষা করেন তারা। আর শুভেন্দু অধিকারী আসতেই সেই যোগ্য চাকরিহারারা তাদের ব্যথা বেদনার কথা তুলে ধরেন। আর সেই কথা শুনেই সেই চাকরিহারাদের আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি তার সাধ্যমত যারা যোগ্য, তাদের পাশে থাকতে কি পদক্ষেপ নেবেন, তা প্রকাশ্যেই জানিয়ে দেন। আর শুভেন্দুবাবু যে আশ্বাস যোগ্য চাকরিহারা ব্যক্তিদের দিলেন, তাতে তারা যথেষ্ট খুশি বলেই মনে করা হচ্ছে।

এদিন বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন যোগ্য চাকরিহারা চিন্ময় মন্ডল সহ একটি প্রতিনিধি দল। আর সেখানেই শুভেন্দুবাবু বলেন, “মুখ্যসচিবকে চিঠি পাঠাচ্ছি। যোগ্যদের তালিকা বহাল রাখা হোক। ভেজাল যখন বাদ দেওয়াই গিয়েছে, তখন বাকিদের নিয়ে এগোনো যাবে না কেন? আমি মুখ্যসচিবকে চিঠি দেব। প্রয়োজনে সর্বদলীয় প্রস্তাব নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক। যোগ্যদের চাকরি বহাল রাখতে রাজ্য সরকার বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক। সেক্ষেত্রে বিনা বিতর্কে রাজনীতির উর্ধ্বে উঠে সরকারের এই প্রস্তাবকে সমর্থন করা হবে।” বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী দলনেতা হিসেবে একদম যুক্তিপূর্ণ কথা শুভেন্দু অধিকারী বলেছেন। সত্যিই তো তাই। যখন ভেজাল আলাদাই করা গিয়েছে, তখন কেন আবার যোগ্যদের মূল্যায়ন করার জন্য পরীক্ষায় বসতে হবে? তাহলে তো তারা তাদের চাকরি চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে যদি সর্বদলীয় বৈঠক নিয়ে সকলের প্রস্তাব নিয়ে যাওয়ার প্রয়োজন থাকে, তাহলে রাজ্য সরকার তাই করুক। কিন্তু যোগ্যদের যেন আবার নতুন করে পরীক্ষায় বসতে না হয়, তার জন্য সেই যোগ্য চাকরিহারাদের সঙ্গে কথা বলার পর তাদের পাশে থেকেই সংবাদমাধ্যমের উদ্দেশ্যে নিজের পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুর এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে যোগ্যদের চাকরি বাঁচাতে রাজ্যের কি পদক্ষেপ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।