প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পক্ষ থেকে ১৮০৬ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে দিয়েই স্পষ্ট যে, এই রাজ্যে শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে। আর এরপর থেকেই যারা যোগ্য, তারা আন্দোলন করছেন। তারা দাবি জানাচ্ছেন যে, যখন অযোগ্যের তালিকা প্রকাশ হয়েই গিয়েছে, তখন সরকার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে কাজ সেইমত তালিকা প্রকাশ করে যারা যোগ্য, তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এক্ষেত্রে তাদের যেন আর পরীক্ষায় বসতে না হয়, এটাই যোগ্য চাকরিহারা ব্যক্তিদের প্রধান দাবি। ইতিমধ্যেই তারা রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর আজ চাকরিহারা যোগ্য শিক্ষকের মধ্যে অন্যতম পরিচিত মুখ সুমন বিশ্বাস সহ বাকি আন্দোলন কারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, আজ বিধানসভার বাইরে উপস্থিত ছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সহ অন্যান্য আন্দোলনকারীরা। তাদের একটাই বক্তব্য যে, তারা সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দিতে চান। যখন অযোগ্যের তালিকা প্রকাশ হয়েই গিয়েছে, তখন কেন যোগ্যদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে! তাই তারা পরীক্ষা দেবেন না. তারা যোগ্য, তাই তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এমনটাই দাবি সুমন বিশ্বাস সহ বাকি আন্দোলন কারীদের। আর বিধানসভা থেকে বাইরে বেরিয়ে সেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে আন্দোলনকারীরা তাদের ব্যথা, বেদনার কথা তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতার কাছে।
জানা গিয়েছে, এদিন শুভেন্দু অধিকারী সুমন বিশ্বাস সহ বাকি আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আশ্বাস দেন যে, তাদের বিপদে সবসময় তিনি তাদের পাশে রয়েছেন। এক্ষেত্রে রাজ্যের বর্তমান শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে এই দুর্নীতির জন্য কাঠগড়ায় দাঁড় করান রাজ্যের বিরোধী দলনেতা। যতদিন না এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে, ততদিন এই দুর্নীতি বন্ধ হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তবে যোগ্য চাকরিহারা শিক্ষকরা যে আন্দোলন করছেন, তাদের পাশে যে সবসময় তিনি রয়েছেন, তা এদিন আরও একবার বিধানসভার বাইরে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী।