প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে মাঝে মধ্যেই পথে নেমেছে বিরোধীরা। বিরোধী থেকে শুরু করে নিয়োগের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের প্রতিবাদে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হয়েছে এসএসসিকে। তবুও যারা নতুন করে পরীক্ষায় বসছেন, তাদের মনে এসএসসি সম্পর্কে বিন্দুমাত্র ভরসা নেই। আর তার মধ্যেই এবার খাস কলকাতায় তৈরি হলো উত্তাল পরিস্থিতি। যেখানে ২০২২ সালে টেট উত্তীর্ণদের প্রতিবাদে রীতিমত হুলস্থুল কান্ড তৈরি হলো রাজ্য বিধানসভার বাইরে।
সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভার বাইরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। যেখানে ১৪৪ ধারা রয়েছে, সেখানে কোনো কিছুর তোয়াক্কা না করে রীতিমতো বিধানসভার গেটের বাইরে পৌঁছে যান ২০২২ সালের টেট উত্তীর্ণরা। তাদের একটাই দাবি, তিন বছর ধরে তারা বসে রয়েছেন। কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না। এখনও পর্যন্ত ৫০ হাজার পদে কেন নিয়োগ করতে পারেনি পর্ষদ? তা নিয়ে প্রশ্ন তুলে তারা আজ রাজ্য বিধানসভার গেটের বাইরে অবস্থানে বসে পড়েছেন। আর একেবারে রাজ্য বিধানসভার গেটের বাইরে, যে গেট দিয়ে বিধায়করা ঢোকেন, সেখানেই যেভাবে বসে পড়েছেন ২০২২ সালে টেট উত্তীর্ণরা, তাতে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।
বিক্ষোভকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে পরীক্ষায় পাশ করে বসে রয়েছেন। কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। বলা হয়েছিল, বছরে বছরে দুবার নিয়োগ প্রক্রিয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত তা শুরু হয়নি। ২০২২ সালে তারা পরীক্ষার পর তিন বছর অপেক্ষা করেছেন। তাই এবার তারা প্রতিবাদে সামিল হয়েছেন। যতক্ষণ না তাদের লিখিত আকারে নোটিফিকেশন জারির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা এই বিক্ষোভ থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা। যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা গিয়েছে তাদের।
বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে যুবসমাজ পথে নেমেছে, তাতে দিনকে দিন চাপ বাড়ছে রাজ্য সরকারের। এসএসসি নিয়ে এমনিতেই তারা যথেষ্ট চাপে রয়েছে। আর তার মধ্যেই এবার ২০২২ সালের টেট উত্তীর্ণরা একেবারে বিধানসভার গেটের বাইরে যেভাবে অবস্থানে বসে পড়লেন এবং মুখ্যমন্ত্রী সহ পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন, তাতে রীতিমত বিপর্যস্ত রাজ্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।