প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যে বিহারকে একসময় জঙ্গলরাজের সঙ্গে তুলনা করা হতো, যে বিহারের অনুন্নয়ন গোটা দেশের কাছে লজ্জার কারণ ছিল, সেই বিহারে এত বড় বিধানসভা নির্বাচন হয়ে গেল, অথচ একটিও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু আশ্চর্য জনকভাবে পশ্চিমবঙ্গ সংস্কৃতির পীঠস্থান বলে সকলে জানলেও, সেই বাংলায় একটি সামান্য উপনির্বাচনের কোনো না কোনো হিংসার খবর পাওয়া যায়। যা রাজ্যবাসী হিসেবে বঙ্গবাসী হিসেবে আমাদের সকলের কাছেই লজ্জার। বিশেষ করে বাম শাসন থেকে যে কোনো নির্বাচনে হিংসার যে প্রবণতা শুরু হয়েছে, তৃণমূল সরকারের আমলে তা আরও বাড়তে শুরু করেছে বলেই অভিযোগ বিরোধীদের। ভোট হবে, ভোটে যে যার মত করে জিতবে, কিন্তু সেখানে সন্ত্রাস কেন হবে? কেন ভয় দেখানোর চেষ্টা হবে? বারবার করে এই প্রশ্ন উঠেছে। তবে বিহারে সন্ত্রাসহীন, ভয়হীন এত বড় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এবার বাংলায় সেই সন্ত্রাসমুক্ত নির্বাচনেরই ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বর্তমানে পশ্চিমবঙ্গে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সামান্য নির্বাচনেই সন্ত্রাসের ঘটনা ঘটে। এমনকি ছোটখাটো পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা নির্বাচনেও ভয় দেখানোর প্রবণতা দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই বাংলায় কেন এই ধরনের ঘটনা ঘটবে, তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। বিরোধীরা বিভিন্ন সময় দাবি করেছে যে, নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু তাই বলে সন্ত্রাস কেন হবে? ভোট তো উৎসবের মত। তাহলে সেই উৎসবে কেন মানুষের প্রাণ বলি দিতে হবে? এতদিন বিহার, উত্তরপ্রদেশে সেই সমস্ত হিংসার কথা শোনা যেত। কিন্তু উত্তরপ্রদেশে এখন যেমন সুশাসন চলছে, ঠিক তেমনই বিহারে এত বড় বিধানসভা নির্বাচন হয়ে গেল। কিন্তু কোথাও এক চুলও সন্ত্রাসের খবর পাওয়া গেল না। আর তাই আগামী বছর পশ্চিমবঙ্গের যখন ২০২৬ এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই বিহারে সন্ত্রাসহীন জয়ের পরই বাংলা নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন বিহারের জয়ের পরেই বাংলা নিয়ে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার বাংলায় বিজেপি জয়লাভ করবে বলে দাবি করেন তিনি। আর তারপরেই বিহারের নির্বাচনে যেভাবে শান্তি-শৃঙ্খলা বজায় ছিল, সেই প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সুকান্তবাবু বলেন, “বিহার আজকে দেখিয়ে দিচ্ছে, গণতন্ত্র কেমন হওয়া উচিত। বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই। ভোটে যার ইচ্ছে, সে জিততে পারে। জনগণ যাকে ভোট দেবে, সেই জিতবে। কিন্তু গণতন্ত্রে হিংসা কেন থাকবে?” একসময় বিহার পিছিয়ে থাকা রাজ্য হলেও, এখন সেই বিহার সন্ত্রাসমুক্ত নির্বাচনের মধ্যে দিয়ে ভোট বৈতরণী পার হয়েছে। তাহলে বাংলা সংস্কৃতির রাজ্য হওয়া সত্ত্বেও, কেন সেখানে প্রত্যেকটি নির্বাচনী হিংসা হবে! সেই প্রশ্ন তুলে ধরে বাংলাতেও হিংসামুক্ত নির্বাচনের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।