প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। তবে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবথেকে বড় দায়িত্ব রয়েছে বুথ লেভেল অফিসারদের। এক্ষেত্রে রাজনৈতিক পদাধিকারী বা সদস্যের বাইরে নিরপেক্ষ সরকার কর্মচারী অর্থাৎ শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। কিছু এক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করছে যে, অনেক জায়গাতেই তৃণমূলের সক্রিয় সদস্যদের বিএলও করা হয়েছে। তাই এক্ষেত্রে যাতে নিরপেক্ষতা লঙ্ঘিত না হয়, তার জন্য এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবার সেই সমস্ত বিএলও হিসেবে যারা দায়িত্ব নিয়েছেন, তাদের বিহারের কথা তুলে ধরে আগাম সতর্ক করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এই রাজ্যের বুকে এসআইআর চালু হলেও তাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবথেকে বড় ভূমিকা রয়েছে বুথ লেভেল অফিসারদের। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এনেছেন। যেখানে তিনি কয়েকটি ক্ষেত্রে অভিযোগ করেছেন যে, বিএলওদের ওপর রাজনৈতিক চাপ আসছে। এমনকি বেশ কিছু জায়গায় বিলএওরা শাসক দলের সক্রিয় সদস্য বলেও অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। আর এই পরিস্থিতিতে বিএলওরা যাতে কোনো দলের কথা না শোনেন এবং তারা যাতে নিরপেক্ষ হয়ে কাজ করেন তার জন্য তাদের বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে তারা যদি নিরপেক্ষতা লঙ্ঘিত করে কোনো এক রাজনৈতিক দলের কথামত কাজ করেন, তাহলে তাদের যে করুণ পরিণতি হতে পারে, বিহারের কথা তুলে ধরে সেই কথাও স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন বিএলওদের উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “৫২ জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন। বিজেপির কথা শুনবেন না। শুনুন নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশনের কথার বাইরে গেলে বিহারে ৫২ জন বিএলও এখনও পর্যন্ত জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। আর জেলে যাওয়ার জন্য সমস্ত তথ্য, ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব।”